উত্তর কলকাতার মিনার সিনেমা হলের সামনে “সর্বধর্ম সমন্বয়” কমিটির উদ্যোগে সম্প্রীতির বার্তা নিয়ে এক বর্ণাঢ্য ৱ্যালির আয়োজন করা হল। মূলত, আতিউল ইসলাম পরিচালিত ‘ফতেমা’ সিনেমা বিগত দু’সপ্তাহ যাবৎ হাউসফুল হয়ে চলেছে। তার বার্তা এবং ছবির মূল বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রবিবার এই ৱ্যালির আয়োজন করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এদিন এই ৱ্যালিতে যোগদান করেন।
সারা ভারতবর্ষের বুকে কোনও ছবিকে নিয়ে সর্বধর্মের এমন সমন্বয় ৱ্যালি বা প্রচার ইতিপূর্বে দেখা যায়নি। স্বভাবতই এই ছবির ভবিষ্যৎ নিয়ে নেটিজেন মহলে এক বড় রকমের সাড়া পড়েছে। পাশাপাশি এই ছবি নিয়ে টলিপাড়াতেও আলোচনা চর্চিত হয়ে চলেছে।
উত্তর কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।