দলের রাজ্য কমিটির সিদ্ধান্ত না মেনে দলের মনোনীত প্রধানের বিরুদ্ধে গিয়ে বিজেপি-র সঙ্গে হাত মেলানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের ৩ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে৷ এই অভিযোগে কোচবিহারের ৩নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যকে ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। এমনকি তাদের পঞ্চায়েতের সদস্যপদ যেনও খারিজ হয়, সেব্যাপারে দলের তরফে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের জোড়পাটকি গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২১টি। এবছর পঞ্চায়েত নির্বাচনে এর মধ্যে ১৫টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। ৬টি আসন পেয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস বোর্ড গঠনে এগিয়ে থাকলেও বিপত্তি বাধল দলের ৩ পঞ্চায়েত সদস্যকে নিয়ে। তারা হলেন দেবাশিষ মজুমদার, আব্দুল গনি, হামিদা বানু বিবি৷ অভিযোগ দলের মনোনীত প্রধান উপ-প্রধানের নাম পছন্দ না হওয়ায় তারা বিজেপি-র ৬ সদস্যের সঙ্গে হাত মেলান।
বাস্তবে তাদের সদস্যবোধ খারিজ হয় কি না, তা অবশ্য সময়ই বলবে।
কোচবিহার থেকে চন্দন দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।