আসন্ন স্বাধীনতা দিবসে রাজ্যের ছ’জন আইপিএস অফিসারকে পুরস্কার দেবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুরস্কারকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস এবং চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস। চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পাচ্ছেন একজন। তিনি হলেন পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি অ্যান্ড আইজিপি ত্রিপুরারি অথর্ব।
এছাড়াও চিফ মিনিস্টারস পুলিশ মেডেল পাবেন পাঁচজন আইপিএস অফিসার। তাঁদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রাজবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ। এমন খবরে পুলিশ অফিসাররা তো বটেই, সংশ্লিষ্ট জেলার পুলিশকর্মীরাও রীতিমতো আনন্দে উদ্বেলিত। তাদের কথায়- ভালো কাজের জন্য সরকারিভাবে পুরস্কৃত হলে কর্মীরা তাদের কাজের প্রতি আরও যত্নবান হবেন।
হাওড়ার নবান্ন ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।