Dakhin Dinajpur : বালুরঘাটের সাংসদের প্রকল্পগুলি বিবেচনায় রেখেছে রেল

আরও পড়ুন

বিজেপি-র রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বেশ প্রস্তাবকে খতিয়ে দেখছে ভারতীয় রেল।


রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান- ইতিমধ্যেই বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বালুরঘাটের রেল প্রকল্পের উন্নয়নে একগুচ্ছ প্রস্তাব জমা দিয়েছেন। যেমন – বালুরঘাট-গুয়াহাটি ও হাওড়া-বালুরঘাট রাতে দুই দিক থেকে রেলগাড়ি চলাচলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বালুরঘাট-হিলি-মহেন্দ্রগঞ্জ থেকে মেঘালয়ের তুরা পর্যন্ত বৈদ্যুতিক রেলপথ স্থাপনের বিষয়টিও রেল বোর্ডের বিবেচনায় আছে।

মেঘালয়ের তুরা-বালুরঘাট হয়ে দমদম বিমান চালুর দাবিতে Civil Aviation দফতরে স্মারকলিপি প্রদান করা হয়। জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডোর-এর পক্ষ থেকে আহ্বায়ক ড. নবকুমার দাস, রণেন বমন, প্রাক্তন সাংসদ, ও বঙ্গ রত্ন অমূল্য রতন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close