Dakshin Dinajpur : স্বামী-স্ত্রীর বিবাদের জেরে অটোচালক আত্মঘাতী

আরও পড়ুন

স্বামী-স্ত্রী-র বিবাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক অটোচালক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের ৩ নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের সিওল এলাকার। সূত্রের খবর, নিহত ওই যুবকের নাম সন্তোষ মহন্ত, বয়স ৪৬ বছর। পেশায় তিনি অটো চালক। সূত্রের খবর, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে সন্তোষবাবু সিওল থেকে বুনিয়াদপুর পর্যন্ত অটো চালিয়ে দুপুর সাড়ে বারোটা নাগাদ বাড়িতে ফেরেন। কিন্তু বাড়িতে সেই সময় স্ত্রী না থাকায় রাগের বশে নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। প্রায় প্রতিদিনই অশান্তি হ’ত বলে এলাকার বাসিন্দাদের সূত্রে খবর। সেই সময় বাড়িতে তার দুই ছেলে ঘরে ঘুমোচ্ছিলেন। দীর্ঘ সময় যাবৎ ঘরের বাইরে না বের হওয়ায় বাড়ির লোকজন তার ঘরে উঁকি মেরে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন ওই অটো চালক।

পরবর্তীতে এলাকার লোকজন ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসেন রশিদপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে এলাকার লোকজনের ধারনা, দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রী-র বিবাদ চলছিল এবং অনেকবার তাদের বিবাদ গ্রামের লোকজনদেরকে নিয়ে মেটানোও হয়। কিন্তু গতকালকেও একই অবস্থা হওয়ায় অভিমানে গলায় ফাঁসি লাগিয়ে আত্মঘাতী হন ওই যুবক। তবে তার স্ত্রী মিতা মহান্ত জানান, তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ ঝামেলা হলেও গতকালকে কোনও কিছুই হয়নি।

দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close