Uttar Dinajpur : কংগ্রেসকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন বিজেপি-র

আরও পড়ুন

কংগ্রেসকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি। বোর্ড গঠনে প্রধান হয়েছেন কংগ্রেস সদস্যা জিন্নাতুর খাতুন, উপ-প্রধান হয়েছেন বিজেপি সদস্য ফুল কুমার বর্মন। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে ক্ষমতায় আসতে না পারায় দুটি দলই আনন্দে উচ্ছ্বসিত।

রাজনীতিতে বিজেপি-কংগ্রেসের যতই দূরত্ব থাকুক না কেনও ক্ষমতা দখলের ক্ষেত্রে সেই সমস্ত বিষয় ব্রাত্য হয়ে দাঁড়ায়। যেমনটা শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতে হয়েছে। বিজেপি বা তৃণমূল কংগ্রেসকে জোটের সদস্যদের সমর্থনে বোর্ড গঠন একাধিক পঞ্চায়েতে হলেও কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিজেপি-র বোর্ড গঠন বিরল ঘটনা। সর্বভারতীয় রাজনীতিতে বিজেপি-কে কেন্দ্র থেকে হঠাতে রাহুল গান্ধী বিজেপি বিরোধী দলকে একত্রিত করেছে। কংগ্রেস-সহ বিজেপি বিরোধী দলগুলি লোকসভায় অনাস্থ যখন পেশ করেছে ঠিক তখনই বিজেপি- কংগ্রেস একমঞ্চে আসা এক বিরল ঘটনা। পঞ্চায়েতের বোর্ড গঠন নিচুতলার রাজনীতি হলেও কংগ্রেস বিজেপি এক মঞ্চে আসা রাজ্য রাজনীতিতে-এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। ২৩ টি আসন বিশিষ্ট বিন্দোল গ্রাম পঞ্চায়েতে বিজেপি ৯, তৃণমূল কংগ্রেস ৮, কংগ্রেস ৪, ফরয়ার্ড ব্লক ১ এবং নির্দল থেকে ১ জন সদস্য জয়ী হয়েছেন। বিজেপি-কে ৩ কংগ্রেস ১ ফরয়ার্ড ব্লক সদস্য সমর্থন করায় বিজেপি সদস্য সংখ্যা বেড়ে হয় ১৩ হয়েছে। কংগ্রেসের ৩ জন সদস্য সমর্থন করায় তাদের প্রধান পদ দেয়। বিজেপি-কে উপপ্রধানেই সন্তষ্ট থাকতে হয়। বোর্ড গঠনে দু’দলের সদস্যরা উল্লাসে ফেটে পড়েন।

রায়গঞ্জের বিন্দোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close