যাদবপুরের পর আবারও এক কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে বছর ২৩-এর আর জি কর মেডিক্যাল কলেজের ছাত্র শুভজ্যোতি দাসের মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তার পেটে ওষুধের অতিরিক্ত ডোজ পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, নিমতার দক্ষিণ গোলবাগানের বাসিন্দা ছিলেন শুভজ্যোতি দাস। মঙ্গলবার শেষবারের মতো ছেলেকে দেখেছিলেন পরিবারের সদস্যরা। বুধবার সারাদিন তার কোনও খোঁজ পাওয়া যায়নি। লেখাপড়াতেই মগ্ন রয়েছেন বলে ভেবেছিলেন বাড়ির সকলে। কিন্তু বৃহস্পতিবার সকালে শুভজ্যোতির ঘরে ঢুকে তাকে সবাই অচৈতন্য অবস্থায় দেখতে পান। এরপর তড়িঘড়ি তাকে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে সিসিইউতে (CCU) স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার গভীর রাতেই মৃত্যু হয় শুভজ্যোতির। তার ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তার পেটে ওষুধের অতিরিক্ত ডোজ পাওয়া যায়। ঠিক কি কারনে তিনি অতিরিক্ত ওষুধ সেবন করেছিলেন তা এখনও স্পষ্ট নয়। তার মৃত্যুর নেপথ্যে কি কারন রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ছেলের এমনভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না বাড়ির কেউই। এমন গুণী ছাত্রের চলে যাওয়াতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফোর্টিন টাইমলাইন, নিমতা, উত্তর ২৪ পরগণা।