দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালের নবনির্মিত সিসিইউ (CCU) ব্লকের ইমারত তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ উঠে এল। শনিবার বিজেপি-র যুব মোর্চার বালুরঘাট শহর মন্ডলের পক্ষ থেকে সিসিইউ ব্লক তৈরির কাজ আটকে দেওয়া হয়। তাদের অভিযোগ, সিসিইউ ব্লক তৈরির কাজে লাল বালুর পরিবর্তে সাদা বালু ব্যবহার করা হচ্ছে। আর এমনই অভিযোগ তুলে নিম্নমানের কাজের অভিযোগে ইমারত তৈরির কাজ বন্ধ করে দেয় বিজেপি যুব মোর্চা।
যদিও এবিষয়ে বালুরঘাট হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, কাজটি পি ডব্লিউ ডি’র পক্ষ থেকে করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে তারা অবগত নন। বিল্ডিং হস্তান্তর না হওয়া পর্যন্ত বিষয়টি পি ডব্লিউ ডি দেখবে।
এপ্রসঙ্গে পি ডব্লিউ ডি-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অরিন্দম পাল চৌধুরী ফোনে জানান, সিডিউল মেনে লাল বালু দিয়ে কাজ চলছে।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।