Uttar Dinajpur : ডব্লিউবিসিএস-এ ১৫ র‍্যাঙ্ক করে তাক লাগলেন রায়গঞ্জের কার্তিক

আরও পড়ুন

একাগ্রতা এবং অধ্যাবসায় হল যে কোনও সাফল্যের চাবিকাঠি। তা আরও একবার প্রমাণ করে দিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেশবন্ধু পাড়ার বাসিন্দা কার্তিকচন্দ্র চক্রবর্তী। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস-এর গ্রুপ-এ তে ১৫ র‍্যাঙ্ক করে তাক লাগিয়ে দিলেন তিনি। যদিও এক্সাইজ সার্ভিসে তার স্থান ১২।

উল্লেখ্য, ২০২০ সালেও তিনি ডব্লিউবিসিএস-এর পরীক্ষায় সাফল্য পেয়ে বর্তমানে রেভিনিউ সার্ভিস কর্মরত আছেন। ছোটবেলা থেকেই তিনি লেখাপড়ায় ভীষণ মেধাবী। ২০১৮ সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক এবং ২০২০ সালে স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়ে রৌপ্যপদক লাভ করেন। ছোটবেলা থেকেই প্রশাসনিক চাকরির প্রতি তার একটা বিশেষ টান থাকায় কোনোরকম বাইরের কোচিং ছাড়াই সম্পূর্ণ নিজের চেষ্টাতেই তিনি অসাধ্য সাধন করেছেন। যদিও রায়গঞ্জের কয়েকজন শিক্ষক তাকে এব্যাপারে যথেষ্ট সাহায্য করেছেন বলেও তিনি জানিয়েছেন। তার বাবা চিত্তরঞ্জন চক্রবর্তী অবসরপ্রাপ্ত শুল্ক দফতরের কর্মী। মা মৌ চক্রবর্তী জানান, ছোটবেলা থেকেই কার্তিক লেখাপড়ার প্রতি ভীষণ আগ্রহী। ছেলের এহেন সাফল্যে বেজায় খুশি তিনি।

আগামী দিনে বিডিও হিসেবে কাজে যোগদান করতে যাওয়া কার্তিক চক্রবর্তী বলেন, সমস্ত ধরনের পেশাগত চ্যালেঞ্জকে সামলে মানুষের কাজ করতে পারলে তিনি খুশি হবেন।

রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close