Dakshin Dinajpur : তপনের রাধা গোবিন্দ মন্দিরে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান ব্যক্তিগত, মন্তব্য সুকান্ত-র

আরও পড়ুন

প্রবীণ রাজনীতিক শিশির অধিকারীকে উদ্দেশ্য করে পাথর ছোড়ায় প্রবীণদের অপমান করা হয়েছে। বুধবার জন্মাষ্টমী উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রাধা গোবিন্দ মন্দিরের অনুষ্ঠানে সামিল হয়ে প্রবীণদের এভাবেই উস্কে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের উপাচার্য নিয়োগকে তিনি আইন সন্মত বলেই জানান। তাঁর কথায়, রাজ্যপাল আইন মেনেই কাজ করছেন। বেতন বন্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, মুখে না বলে আগে করে দেখাক রাজ্য সরকার। তবে এনিয়ে রাজ্য সরকারকে খেসারত দিতে হবে বলেও শুভেন্দু কার্যত হুঁশিয়ারী দেন।

অন্যদিকে এই জেলায় শুভেন্দু অধিকারীর এই কর্মসূচিতে ছিলেন না বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে জেলাতেই পৃথক কর্মসূচি করতে দেখা যায়। যা নিয়েই ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। দলীয় কোন্দল বলেই দাবি বিরোধীদের। এপ্রসঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “তপনের রাধা গোবিন্দ মন্দিরে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ব্যক্তিগত। এটা দলের নয়। এব্যাপারে তিনি জানাননি আমাকে। হয়ত জেলা সভাপতিকে জানিয়েছেন।”

দক্ষিণ দিনাজপুরের তপন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close