Raiganj: অনলাইন বিরোধিতায় মোবাইল বিক্রেতারা

অপ্পো কোম্পানির জন্য অনশনে বসলেন কিছু মোবাইল বিক্রেতা

আরও পড়ুন

মোবাইল কোম্পানি অপ্পো ভারতীয় ডিলার ও ডিস্ট্রিবিউটারদের উপেক্ষা করে অনৈতিকভাবে অনলাইনের মাধ্যমে তাদের মোবাইল বিক্রি করছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এরাজ্যের পাশাপাশি সারা দেশের মোবাইল ফোন বিক্রেতারা।

Hunger Strike by mobile shop owners at Raiganj

এই ঘটনার প্রতিবাদে রাজ্যের প্রতিটি অপ্পো শোরুমের সামনে আমরন অনশনে বসলেন রায়গঞ্জ শহরের মোবাইল ফোন বিক্রেতারা। জানা গেছে, All India Mobile Retailers Association (AIMRA)-র তরফ থেকে একদিনের জন্য অনশন করেন মোবাইল বিক্রেতারা। তাদের দাবি, অপ্পো কোম্পানির অনৈতিক নীতির বিরুদ্ধে তারা এই অনশন করছেন। অবিলম্বে অপ্পো কোম্পানি অনলাইনে ফোন বিক্রি বন্ধ করে তাদের মাধ্যমে অর্থাৎ ডিস্ট্রিবিউটার এবং ডিলারদের মাধ্যমে তাদের উৎপাদিত অপ্পো কোম্পানির মোবাইল ফোন বিক্রি করুক। তারা আরও জানিয়েছেন, এই কোম্পানি যদি তাদের দাবি না মানেন তবে তারা আমরণ অনশনে বসবেন। অনশনরত এক বিক্রেতা বলেন-

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close