Uttar Dinajpur : বৃষ্টি দেরিতে, তাই পাখি কম কুলিকে

আরও পড়ুন

রায়গঞ্জের কুলিক পাখিরালয়ে পরিযায়ী পাখিদের আসার ছবি রীতিমতো হতাশাব্যঞ্জক। পক্ষী বিশারদদের মতে- দেরিতে বৃষ্টিপাত শুরু হওয়ায় পাখিরা কুলিক পাখিরালয়ে নগণ্য সংখ্যায় এসেছে। প্রতিবছর মেয়ে থেকে জুন মাসের মধ্যে ভিনদেশী অতিথি পাখিরা রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে এসে বাসা বাঁধে। তারা মেতে ওঠে সৃষ্টি সুখের উল্লাসে। বাসায় ডিম পাড়ে শাবকদের জন্ম দেয় আধার দিয়ে বড় করে উড়তে শেখায়। পরে নিজ নিজ দেশে ফিরে যায়।

চলতি বছরে এত কম পরিমাণ পাখি আসায় রায়গঞ্জের বন ও পর্যটন দফতরের পাশাপাশি পক্ষীপ্রেমীরাও হতাশ। দেরিতে বৃষ্টি পাতি কি কম পাখি আসার কারণ!

উত্তর দিনাজপুরের কুলিক পক্ষী নিবাস ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close