Kolkata: রাজ্যে ১ মাস বাজির বাজার বসবে

আরও পড়ুন

পুজোর মরশুমে এবারেও জেলায় জেলায় বাজি বাজার বসবে। উৎসব মরশুম শুরুর আগে রাজ্যের বাজি ব্যবসায়ীদের কেবল পরিবেশবান্ধব সবুজ আতশবাজি বিক্রির সাময়িক লাইসেন্স দেওয়া হবে বলে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিবার যেখানে সাত দিন বাজি বাজারের অনুমতি দেওয়া হয়, সেখানে এবারে এক মাস বাজি বাজার বসতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে বাজি বাজারের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতে একগুচ্ছ শর্ত-সহ নির্দেশিকাও জারি করা হয়েছে। এমএসএমই দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাজি বাজারে ১০০ কেজি পর্যন্ত সবুজ বাজি এবং ৫০ কেজি পর্যন্ত ফুলঝুরি বিক্রির অনুমতি পাবেন ব্যাবসায়ীরা। এছাড়াও প্রতিটি বাজারে ৫০টির বেশি স্টল করা যাবে না। প্রতিটি স্টলের মধ্যে কমপক্ষে দুরত্ব রাখতে হবে তিন মিটারের। দুটি স্টলের গেট মুখোমুখি করা যাবে না। সচেতনতার জন্য বাজার চত্বর এবং আশেপাশে ‘বিস্ফোরক এবং বিপজ্জনক সামগ্রী’ লেখা বোর্ড ঝুলিয়ে রাখতে হবে। স্কুল, মন্দির, টেলিফোন বা বিদ্যুৎ ভবনের মতো জায়গা থেকে বাজি বাজারের দূরত্ব অন্তত ৫০ মিটার হতে হবে। দাহ্য নয়, এমন জিনিস দিয়ে স্টলগুলি তৈরি করতে হবে। এছাড়াও জরুরি প্রয়োজনে বাজারের পাশেই অ্যাম্বুল্যান্স পরিষেবা এবং দমকলের দু’টি গাড়ি অবশ্যই রাখতে হবে।

কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close