অবশেষে রাজ্যপাল সি ভি আনন্দ বোস শেষ মুহূর্তে তাঁর প্রস্তাবিত বিদেশ সফর বাতিল করেছেন। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুনের নেতৃত্বে আন্তর্জাতিক কমিটির আমন্ত্রণে তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিশ্ব সংস্কৃতি উৎসবে যোগ দেওয়ার কথা ছিল। এজন্য দিল্লি হয়ে আগামীকাল এক সপ্তাহের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছনোর কথা ছিল রাজ্যপালের। কিন্তু রাজ্যপাল শেষ মুহূর্তে সেই সফর বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজভবন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- অনুষ্ঠানের উদ্যোক্তাদের তরফেই রাজ্যপাল এবং তাঁর সঙ্গীদের সফরের ব্যয়ভার বহনের কথা জানানো হয়েছিল। কিন্তু কূটনৈতিক বাধ্যবাধকতার কারনে তিনি ভিনদেশের এই আতিথেয়তা গ্রহণ না করারই সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে তাঁর সফরের খরচ রাজ্য সরকারকেই ওই খরচ বহন করতে হ’ত। রাজ্যের বেহাল আর্থিক অবস্থার কথা মাথায় রেখে রাজ্যপাল এই ব্যয় এড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতির ঊর্ধ্বগতিও সফর বাতিলের অন্যতম কারন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।