বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা। বিভিন্ন স্কুলে পরীক্ষা শেষ হওয়ার পর পরই উৎসবের মেজাজে মেতেছে পরীক্ষার্থীরা। এমনই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ির এক স্কুলে।
তারা একে অপরের গালে আবির মাখিয়ে যেমন আনন্দ করছে পাশাপাশি কিছুটা হলেও তাদের মনে বিষণ্ণতা রয়েছে। কারণ আজই তাদের স্কুল জীবন সমাপ্ত হলো। এরপর তাদের কলেজ জীবন শুরু। শুরু হবে তাদের জীবনের আরও এক নতুন অধ্যায়। তাদের মধ্যে সবাই আলাদা হয়ে যাবে। পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী তার অনুভূতি ভাগ করে নিল-
স্কুল জীবনের শেষ দিনের স্মৃতিকে সারা জীবন রেখে দেওয়ার জন্য চললো সেলফি তোলা। অনেকে আবার জামার উপর বন্ধুদের স্বাক্ষর নিয়ে নেয়। মনে বিষাদের হাওয়া থাকলেও স্কুল জীবনের শেষ দিন টিকে আনন্দের সাথেই উপভোগ করল সমস্ত ছাত্র-ছাত্রীরা। এ রকমই চিত্র দেখা গেল জলপাইগুড়ি কদমতলা গার্লস স্কুলের ছাত্রীদের মধ্যে। এগিয়ে চলল আনন্দ উপভোগ।
অপরদিকে, সেলফি তুলতে মাতলো জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্ররা। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও দেখা গেল এদিন। উৎসবের মেজাজে ফোন হাতে নিয়ে চলল সেলফি তোলা।
এ বিষয়ে এক স্কুলছাত্রী জানায়,” আজকে পলিটিক্যাল সাইন্স পরীক্ষা ছিল ভালোই হয়েছে পরীক্ষা আজকে স্কুল ছেড়ে চলে যাব। তাই খুব কষ্ট হচ্ছে আবার পুরোনো বন্ধুদের সাথে দেখা হবে কিনা তা নিয়েও সমস্যা রয়েছে। তাও শেষ দিনকে খুব ভালো মতই উপভোগ করলাম।”