Afghanistan : বন্ধ হ’ল PUBG, Tik Tok

তালিবানে PUBG নিষিদ্ধ করা হয়েছে। তালিবানের এই পদক্ষেপ গ্রহণের এবার TikTok নিষিদ্ধ করল আফগানিস্তান।

আরও পড়ুন

বিপথে দেশের তরুণ প্রজন্ম। তাদের সঠিক পথে আনতেই এবার তালিবানের নয়া পদক্ষেপ গ্রহণ। ইতিমধ্যেই, তালিবানে PUBG নিষিদ্ধ করা হয়েছে। তালিবানের এই পদক্ষেপ গ্রহণের এবার TikTok নিষিদ্ধ করল আফগানিস্তান

গত বছরের আগস্টে কাবুল দখল করে তালিবান। তারপর থেকেই তারা জানিয়ে দিয়েছিল, তাদের করা আইন কঠোর ভাবে মেনে চলতে হবে সবাইকে।এরপর একে একে টিভি-সিনেমার মতো বিনোদন মাধ্যমগুলির উপরেও নেমে এসেছিল তাদের নিষেধাজ্ঞা। এবার মোবাইলের জনপ্রিয় অ্যাপের উপরেও জারি হল তাদের নিষেধাজ্ঞা। এর আগে নিষিদ্ধ হয়েছে PUBG-র মতো জনপ্রিয় গেমও।

সূত্রের খবর, আফগান টিভি চ্যানেলে কেবল ও ধর্মীয় সংবাদই দেখানো হয়। তাদের নিষেধাজ্ঞার এই বাড়বাড়ন্তের জন্য়ই আফগান তরুণ প্রজন্ম বেশি করে ঝুঁকছিল মোবাইলের দিকে। গত বৃহস্পতিবার আফগান টেলিকম মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, ” বিপথগামী আফগান যুবকদের অধঃপতন

রুখতেই বন্ধ করা হচ্ছে TikTok “। এই নয়া নির্দেশ থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে, গত বছর আগস্ট থেকে আফগানিস্তানের মানুষ তালিবানির শাসনেই তাদের দিন কাটাচ্ছে।
গত বছর ফেব্রুয়ারিতেই দেখা গিয়েছিল কীভাবে বেশিরভাগ আফগানরাই চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। সূত্রের খবর, ৯৪ শতাংশ আফগান নাগরিকই বিপন্নতায় ভুগছেন। কিন্তু, এত খারাপ পরিস্থিতি এর আগে দেখা যায়নি আফগানিস্তানের আমজনতার মধ্যে।

গত আগস্টে আফগানিস্তান দখল করে তালিবান। জানা গেছে, এর আগেই মার্কিন সেনা ও ন্যাটো সামরিক জোটের সেনা সেই দেশ ছেড়ে চলে যায়। এরপরই শুরু হয় তালিবানরাজের শাসন। প্রথমে তালিবান জানিয়েছিল, “এটা তালিবান ২.০”। এখানে তাদের নিষেধাজ্ঞার সামনে সেভাবে পড়তে হবে না আফগানদের। কিন্তু, সময় যতই এগোয় ততই পরিষ্কার হয়ে যায় আফগানিস্তানের সাধারণ মানুষদের অবস্থা কতটা করুণ হতে চলেছে। বিশেষ করে আফগান নারীদের স্বাধীনতা পুরোপুরি কেড়ে নিতে থাকে তারা। একেই আর্থিক দুর্দশা তার উপরে তালিবানি শাসকদের নিপীড়ন। দুইয়ে মিলে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠতে সময় লাগেনি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close