‘এই লক-আপে থাকব না,’ এবার জেলে এইভাবেই আবদার করে বসলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, খবর জেল সূত্রের। প্রেসিডেন্সি জেলের পয়লা ২২-শের ৭ নম্বর সেল দেখার পরেই মন্তব্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের
এছাড়াও জেলে তিনি আরও আবদার করেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে প্রেসিডেন্সি জেল সূত্রের। তিনি আবদার করেছেন – ‘বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছে, নিয়ে চলুন- এস এস কে এম – এ, কলকাতার প্রেসিডেন্সি জেলেই আবদার করে বসলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
এইদিকে সূত্রের খবর, মন্ত্রীর শারীরিক পরিস্থিতি তেমনটা নয়, জেল হাসপাতালে নিয়ে গেলে এমনটাই জানিয়েছেন জেল হাসপাতালের চিকিৎসকরা। তবে সূত্রের খবর- তারপরই চিকিৎসকদের এই কথায় ক্ষুব্ধ হয়েছেন মন্ত্রী। প্রসঙ্গত, প্রেসিডেন্সি সংশোধনাগারের পয়লা ২২ নম্বর সেল ওয়ার্ডে আছেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। এই সেলে সবথেকে বেশি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তরা এই সেলেই রয়েছেন। রবিবার প্রথম রাতে সেলের মেঝেতে কম্বল পেতে শুতে হয়েছিল মন্ত্রীকে। তবে একাই থাকছেন তিনি সেলে। প্রেসিডেন্সি জেল সূত্রের খবর, যে সেলে বালু তথা জ্যোতিপ্রিয় মল্লিককে রাখা হয়েছে, সেই সেলেই রয়েছেন রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় অন্যান্য ধৃতরা৷ ফলে এই সেলে রয়েছে কড়া নিরাপত্তা৷ তবে আপাতত অন্য কারও সঙ্গে সেল শেয়ার করতে হবে না জ্যোতিপ্রিয়কে৷ পাশাপাশি জেলে খাটে শুতে চাইলে তাঁকে আলাদা করে আবেদন করতে হবে। তা না হলে মেঝেতেই কম্বল বিছিয়ে ঘুমোতে হবে মন্ত্রীকে।
কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।