সাতসকালে বড়সড় দুর্ঘটনা। মৃত্যু হলো ২ জনের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৭ টা নাগাদ ক্রান্তি ব্লকের দক্ষিণ খালপাড়া গ্রামের শালডাঙ্গা ব্রিজে।স্থানীয় সূত্রে জানা যায় একটি ট্রাকের ব্রেক ফেল হয়ে যায় ফলে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে শালডাঙ্গা ব্রিজের থেকে নীচে পড়ে যায়।প্রসঙ্গত ওই মালবাহী লরির দুজন শ্রমিক প্রাণের ভয়ে গাড়ি থেকে লাফ দেয়। ফলে গাড়িটিও তাদের উপরেই গিয়ে পরে। প্রচন্ড শব্দ ও মর্মান্তিক চিৎকার শুনে আশপাশের স্থানীয় এলাকাবাসী ছুটে যান এবং উদ্ধার কাজ শুরু করে কিন্তু এতে কোনো ব্যাক্তিই অক্ষত থাকতে পারেনি। ঘটনাস্থলেই ২ জনের লাশ দেখে স্থানীয় জনগণ বাকরুদ্ধ হয়ে যায়।
জানা গেছে, মৃত দুজনের নাম শংকর খেরিয়া বয়স ১৯ এবং মনিরুল ইসলাম বয়স ২৮ বাড়ি উত্তর মাটিয়ালি।তৎক্ষণাৎ ক্রান্তি ফাঁড়ির পুলিশ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহগুলোর দায়িত্ব গ্রহণ করেন।