গোপন সূত্রে খবরের ভিত্তিতে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ শাল কাঠ উদ্ধার করল চালসা রেঞ্জের বনকর্মীরা। জানা গিয়েছে, গতকাল গভীর রাত্রে চালসা রেঞ্জের খারিয়ার বন্দর বিটের বনকর্মীরা প্রায় ৬০ হাজার টাকার অবৈধ শাল কাঠ উদ্ধার করে সেখান থেকে। সূত্রের খবর, জলপাইগুড়ি জেলার বাতাবাড়ি চা বাগানের ৬ নম্বর সেকশনের একটি বাঁশ ঝাড়ের মধ্যে ওই শাল কাঠগুলি লুকিয়ে রেখেছিল পাচারকারীরা।
সেই খবর পাওয়া মাত্রই বনকর্মীরা ছুটে যায় ওই এলাকায়। খারিয়ার বন্দর বিটের অফিসার মনুয়ার হোসেনের নেতৃত্বে বনকর্মীরা এদিন অভিযানটি চালায়। এলাকায় পৌঁছে ওই অবৈধ কাঠের গুঁড়ি উদ্ধার করে ওই রাত্রেই সেগুলো আনা হয় খারিয়ার বন্দর ক্যাম্পে।
এদিকে, কাঠ মাফিয়ারা কাঠ রেখে পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করতে পারেনি বনকর্মীরা। চালসা খারিয়ার বন্দর বিটের অফিসার মনুয়ার হোসেন জানান, “আমরা আগামীতেও এই সব অভিযান চালাতে থাকব। এই চোরাই কাঠ কোথাও পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারীদের। পাচারকারীদের তল্লাশি চালিয়ে যাব আমরা। ইদানীং অতিরিক্ত হারে এই চোরাই শাল, সেগুন প্রভৃতি গাছের কাঠ পাচারের ঘটনা ঘটে চলেছে প্রায় প্রতিদিনই। পাচার হওয়া ওই কাঠের বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি। আমরা এ বিষয়ে আরও সতর্ক হওয়ার চেষ্টা করছি।”