Islampur : প্রাণরক্ষা বটবৃক্ষর জন্য এখন আতঙ্ক!

আরও পড়ুন

অতি বিপজ্জনক এক প্রাচীন বটবৃক্ষ এই মুহূর্তে শহরের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। পাশাপাশি এই বটবৃক্ষকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাসা বেঁধেছে। প্রশ্ন উঠেছে মানুষের জীবন রক্ষা নাকি প্রাচীন বটবৃক্ষ রক্ষা। তবে এই প্রাচীন বটবৃক্ষ বিপজ্জনক হয়ে ওঠার আগে তার সংরক্ষণের পথে হাঁটতে কোনও তথাকথিত পরিবেশপ্রেমীর খোঁজ মেলেনি।

জানা গেছে, ইসলামপুর থানা কলোনীর বটতলা কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া একটি প্রাচীন বট গাছ রয়েছে। গাছটির গোড়ার দিকের অধিকাংশই এক ধরনের পোকার শিকার হয়েছে। এই বিশাল বটগাছটি দাঁড়িয়ে থাকার জন্য গোড়ার দিকে যে মাটি প্রয়োজন তা নেই বললেই চলে। কারন ওই বট গাছের গোড়া লাগোয়া বিদ্যালয়ের পাকা ঘর, শৌচাগার এবং অন্যপাশে একটি ছোট মন্দির রয়েছে। এই পরিস্থিতিতে বট গাছটি একদিকে হেলেও রয়েছে। যেকোনও সময় একটু বেশি ঝোড়ো হাওয়া বইলে বট গাছটি পড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা থেকে বিদ্যালয়ের শিক্ষিকারাও। স্থানীয় বাসিন্দা মিঠুন ঘোষ অভিযোগ জানান,

 

বিভিন্ন জায়গায় দরবার করেও কোনও সুরাহা মেলেনি বলে দাবী স্থানীয়দের। সম্প্রতি ইসলামপুরের মহকুমা শাসক মহম্মদ আব্দুল শাহিদের নির্দেশে একটি টিম বট গাছটি পরিদর্শন করে ইসলামপুর পৌরসভাকে কিছু আগাছা কাটার নির্দেশ দেয়। সেই নির্দেশেই পৌরসভা কিছু ডালপালা ছেটেও দিয়েছে। কিন্তু আতঙ্ক পিছু ছাড়ছে না বিদ্যালয়ের শিক্ষিকাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close