Uttar Dinajpur : কাফ সিরাফ ধরে বড় সাফল্য কানকি পুলিশের

আরও পড়ুন

উত্তর প্রদেশ থেকে শিলিগুড়িতে পাঁচার হওয়ার আগেই পাঁচ হাজার বোতল কাফ সিরাফ বাজেয়াপ্ত করল উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। যার আনুমানিক মূল্য দশ লক্ষ টাকা। কাফ সিরাফ বোঝাই একটি পিক আপ ভ্যানকে কানকি পুলিশ বাজেয়াপ্ত করেছে।কাফ সিরাফ পাঁচার করার অভিযোগে পুলিশ উত্তর প্রদেশের গাজীপুরের বাসিন্দা মহম্মদ সিকান্দার নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে ১১ দিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

সূত্রের খবর- শুক্রবার অধিক রাতে চাকুলিয়া থানার মনোরা গ্রামে ৩১ নম্বর জাতীয় সড়কে একটি পিক আপ থেকে পাঁচ হাজার বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট ফাঁড়ির পুলিশ।পুলিশ পিক আপ ভ্যানটি বাজেয়াপ্ত করেছে। কাফ সিরাফ পাচারের অভিযোগে পুলিশ একিজনকে গ্রেফতার করেছে।পুলিশ জানিয়েছে কফ সিরাফগুলি উত্তর প্রদেশ থেকে শিলিগুড়িতে পাচার হচ্ছিল বলেই খবর। পাচারকারীরা কাদের কাছে এই বিপুল পরিমান কাফ সিরাফ সরবরাহ করতে যাচ্ছিল পুলিশ তা তদন্ত করে দেখছে।জিজ্ঞাসাবাদের জন্য এগারো দিনের পুলিশী হেফাজতে রাখার নির্দেশ পেয়ে খুশি তদন্তকারীরা। ওই কাফ সিরাফগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল কি না তাও পুলিশ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান- ‘ম্যারাথন’ জিজ্ঞাসাবাদের ফলে বেআইনি কাফ সিরাফ পাচারকারী-চক্রের চাঁই ধরা পড়বে।

Mohammad Sajid Hossain, Correspondent, Uttar Dinajpur

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close