Malda : ছোট ছেলের সঙ্গে বিবাদের জেরে আত্মঘাতী মা

আরও পড়ুন

কীটনাশক পান করে ৯ মাসের এক অন্ত:‌সত্ত্বা মহিলার মৃত্যু। ছোট ছেলের সঙ্গে বিবাদের জেরে আত্মহত্যার ঘটনা বলে পরিবার সূত্রে এমনটাই জানা গেছে। মৃতার নাম লছমি মণ্ডল। তাঁর বয়স ২০ বছর। মালদার মোথাবাড়ি থানার ঢেলপাড়ায় বাড়ি তাঁর। স্বামী শ্যামল মণ্ডল অটো চালক। লছমি তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রীর পথ দুর্ঘটনায় বছর তিনেক আগে মৃত্যু হয়। প্রথম পক্ষের ২ ছেলেমেয়ে রয়েছে। বছর দুয়েক আগে লছমিকে বিয়ে করেন শ্যামলবাবু। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় ছোট ছেলের সঙ্গে সামান্য বিষয় নিয়ে বচসা বাধে। তারপরই কীটনাশক পান করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে জানান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Apurba Barmar, Reporter, South Malda

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close