তবে কি ফিরছে শাহরুখ-কাজল জুটি?

আরও পড়ুন

হিন্দি সিনেমা প্রেমীদের কাছে খুব জনপ্রিয় জুটি হলেন শাহরুখকাজল জুটি। তাদের দু’জনের অভিনয় করা প্রায় প্রতিটি সিনেমাই দারুন সফল হয়েছিল। যেমন,” দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে(Dilwale Dulhaniya Le jayenge) “,” কুছ কুছ হোতা হ্যায়(Kuch Kuch Hota Hay) “,” দিলওয়ালে(Dilwale) ” আরও অনেকগুলি ছবি। ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, পরিচালক করণ জোহরের (Karan Johar) হাত ধরে ফের সিনেমার পর্দায় জুটি বাঁধতে চলেছেন কাজল-শাহরুখ। এই খবর শোনার পরেই কাজল-শাহরুখ জুটির অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাসের অন্ত নেই।

ধর্মা প্রোডাকশন সূত্রের খবর, করণ জোহরের নতুন ছবি ‘ রানি অর রকি কি প্রেমকাহানি ’ ছবিতেই দেখা যাবে শাহরুখ এবং কাজলকে। তবে গোটা ছবিতে নয়। একটি গানেই রণবীর সিংআলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে এই জুটিকে। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই মুম্বইয়ের এক স্টুডিওতে এই সিনেমার গানটির শুটিং সেরে নিতে চান শাহরুখ ও কাজল।

সূত্রের খবর, শাহরুখ খান এখন ব্যস্ত রয়েছেন ‘পাঠান’ ছবির শুটিংয়ে। তবে কাজলের হাতে আপাতত তেমন কোনও কাজ নেই। পরিচালক করণ জোহরের সঙ্গে বন্ধুত্বের কারণেই একটি গানে অভিনয় করতে রাজি হয়েছেন শাহরুখ ও কাজল।

শাহরুখ-কাজল জুটি কে না ভালোবাসেন। তাদের অনস্ক্রিন রোম্যান্স ম্যাজিকের থেকে কিছু কম নয়। তাই এত বছর কেটে গেলেও, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (Dilwale Dulhaniya Le jayenge) কিংবা ‘কভি খুশি কভি গম’ (Kabhi Khushi Kabhi Gam)অথবা ‘দিলওয়ালে’র (Dilwale) ছবির প্রেমে বুঁদ হয়ে থাকেন শাহরুখ-কাজল জুটির ভক্তরা। আর এই জুটিকে বার বার বড়পর্দায় দেখার জন্য, মুখিয়ে থাকেন সিনেপ্রেমী মানুষ।

করণ জোহরের সঙ্গে এই জুটির দায়িত্ব নিলেন পরিচালক রাজকুমার হিরানি (Rajkumar Hirani)। বলিউড সূত্রের খবর, রাজকুমার হিরানির নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ ও কাজল। আর এই ছবি একেবারে কমেডি ধাঁচেরই হতে চলেছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close