এই হাসফাস গরমের পর স্বস্তির বৃষ্টি দেখে ভালো ব্যাবসার আশা করছেন পর্যটন ক্ষেত্রের ব্যাবসায়ীরা। সোমবার সমতলের পাশাপাশি পাহাড়েও বৃষ্টির ফলে গরমের তাপমাত্রা অনেকটাই কম হয়। ফলে, পর্যটকেরা পাহাড়মুখী হন।
আরামদায়ক এমন পরিবেশ পেয়ে খুশি পর্যটকদের থেকে শুরু করে পর্যটন ক্ষেত্রের ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত সকল স্তরের মানুষেরা। সোমবার বৃষ্টি কমতেই শিলিগুড়ির তেনজিং নোর্গে বাস স্ট্যান্ডে দেখা গেল পাহাড়গামী বাস। যেখানে বাস গুলোতে পর্যটক যাত্রীরাই ছিলেন বেশিরভাগ।
পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও অনুকূল প্রাকৃতিক পরিবেশ পেয়ে খুশি। কলকাতা থেকে আসা এক পর্যটক জানান, দক্ষিণবঙ্গে হাসফাস গরম থাকলেও অনেকটাই গরম কম উত্তরবঙ্গে। তাই ছুটি কাটাতে পাহাড়ে এসে জমিয়ে ছুটি কাটাবেন। অন্যদিকে পর্যটন ব্যাবসার সঙ্গে যুক্ত সম্রাট সান্যাল জানান, উত্তরবঙ্গে এরকম অনুকূল পরিবেশ পেয়ে যে পর্যটকেরা ঘুরতে এসেছেন তারা অনেকটাই খুশি। বিশেষ করে দু বছর করোনা সংক্রমণের পর এবছর পর্যটকদের মধ্যে উৎসাহ অনেকটাই বেশি রয়েছে ফলে এখন থেকেই অ্যাডভান্স বুকিং চলছে।