Siliguri : নেশার ইঞ্জেকশন ভাইলস সহ গ্রেফতার এক মহিলা

আরও পড়ুন

এক মহিলার গতিবিধি অস্বাভাবিক মনে হয় পুলিশের। ঘটনাটি ঘটে রবিবার শিলিগুড়ির ঠাকুর নগর বাড়িভাষা এলাকায় । তৎক্ষণাৎ ওই সন্ধেহভাজন মহিলাকে আটক করে এনজেপি থানার পুলিশ। সূত্রের খবর মহিলা কনেস্টবল দিয়ে তল্লাশি চলতেই তার থেকে উদ্ধার হয় ১২২টি নেশার ইঞ্জেকশন ভাইলস। জানা গেছে ধৃত ওই মহিলার নাম প্রতিমা দাস,বাড়ি শিলিগুড়ির কৃষ্ণ নগর কলোনি এলাকায়। প্রসঙ্গত বিক্রির উদ্দেশ্যে এই ইঞ্জেকশন গুলি নিয়ে যাচ্ছিল।তবে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল সে সমস্ত তথ্য তদন্তের স্বার্থে গোপন রাখা রয়েছে। পুলিশ সূত্রে জানা যায় ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close