Siliguri : চায়ের দোকানকে সামনে রেখে নদীর চর দখল

আরও পড়ুন

নদীর চর বা সরকারী জমি কারবারীদের বিরুদ্ধে কড়া মনোভাব গ্রহন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।বারংবার দলের কর্মি বা অন্যন্যদের বিরুদ্ধে সরকারী জমি বা নদীর চর কেনাবেচা করার অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে উঠে আসলে সেই বিষয় নিয়ে কড়া মনোভাব পোষন করেন তিনি।রাজ্যের সমস্ত পুলিশ আধিকারিক,বিশেষ করে শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মাকে নির্দেশ দেন জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহন করার।

উল্লেখ্য মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শুরু হয় ধরপাকর।ইতিমধ্যে বেশ কয়েকজনের জায়গা হয়েছে হাজতবাসে।এই রকমই আরও এক নদীর চর দখলদারকে রবিবার রাত্রে গ্রেফতার করল এন জি পি থানার পুলিশ।ধৃতের নাম ঝুটেন মন্ডল। সূত্রে জানা গেছে ধৃত ওই ব্যাক্তি পোরাঝার এলাকায় নদীর দখল করে প্রথমে চায়ের দোকান ও পরে দোকানের পেছনে প্রায় বিঘা খানেক জমি দখল করে বাড়ি বানিয়ে বসবাস শুরু করে।তবে সবটাই হয়েছে এলাকার পঞ্চায়েত নিরঞ্জন রায়ের উদ্দোগ্যে,এলাকার সবথেকে বড় জমি মাফিয়া হলেন নিরঞ্জন। ধৃত ব্যাক্তিকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close