Raiganj : এখনও বিশ্ববিদ্যালয়ের নতুন বিল্ডিং অসমাপ্ত

আরও পড়ুন

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দশতলা বিল্ডিংয়ের স্ট্রাকচার হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাকি কাজ এখনও অধরা। রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে নোটিশ করতেই দ্রুত বিশ্ববিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন তিনি। ৭ ডিসেম্বর রায়গঞ্জের কর্নজোড়ার অডিটোরিয়াম হলে প্রশাসনিক বৈঠকেই সংশ্লিষ্ট এইচ আর ভি সি দফতরের সচিবকে সরকারি টাকার কাজে ঢিলেমি নিয়ে ধমক দেওয়ার পাশাপাশি দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জেলাবাসীও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। তারপরেও আজ ৫ মাস হতে চললেও সেই তিমিরেই রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন নির্মানের কাজ। আর এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

প্রসঙ্গত, ২০১৫ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উচ্চশিক্ষার সুবিধার্থে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষনা করেছিলেন। ঠিক তার পরের বছরই শুরু হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের পঠন-পাঠন। এর পাশাপাশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো গড়ে তোলার জন্য সুবিশাল দশতলা বিল্ডিংয়ের নির্মান শুরু হয়ে যায়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দশতলা বিল্ডিংয়ের স্ট্রাকচারের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে বাকি কাজ পড়ে রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের নতুন বিল্ডিং অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে। চালু করা যাচ্ছেনা নতুন বিল্ডিংয়ে পঠন-পাঠন সহ অন্যান্য কাজ। গত বছরের ৭ ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রায়গঞ্জ কর্নজোড়ায় অডিটোরিয়াম হলে দুই দিনাজপুর জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। সেই বৈঠকেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অসমাপ্ত কাজের কথা তুলে ধরেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার। তৎক্ষনাৎ মুখ্যমন্ত্রী দ্রুত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দশতলা বিল্ডিংয়ের অসমাপ্ত কাজ দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ দেন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনাতেই বিশ্ববিদ্যালয় গঠন হয়েছে। উচ্চশিক্ষার ব্যাবস্থা হয়েছে উত্তর দিনাজপুর জেলার ছেলেমেয়েদের। এই মুহুর্তে ১০ হাজার ছাত্রছাত্রী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। বিশ্ববিদ্যালয়ের নির্মীয়মান দশতলা বিল্ডিংয়ের কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে থাকার বিষয়টি প্রশাসনিক বৈঠকে তুলে ধরার পরই মুখ্যমন্ত্রী দ্রুত এই কাজ শেষ করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ভীষণ খুশী। তবে এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছেড়েনি বিজেপি। পাল্টা তৃণমূলও। যদিও ছাত্রদের দাবি দ্রুততার সঙ্গে শেষ করা হোক এই কাজ।

Shubham Sarkar, Reporter, Uttar Dinajpur

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close