দুদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা

আরও পড়ুন

আকাশের মুখ ভারী হয়ে উঠেছে, ইতিমধ্যেই আকাশে জমেছে ঘন কালো মেঘ। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত আগামীকাল এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। প্রভাব পড়ার সম্ভাবনা বাংলা এবং উড়িষ্যা উপকূলে, ইতিমধ্যেই আগাম সর্তকতা হিসেবে সমুদ্রে মৎস্য শিকারে থাকা মৎস্যজীবীদের আগামীকালের মধ্যে উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে আজ উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বয়ে যেতে পারে দমকা হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস- শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আজ বিকেলে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারেI তবে বজিয়ে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। ইতিমধ্যেই মানুষ জলের অভাব মেটাতে ডাব,তরমুজ, ঠান্ডা পানীয় খেতে শুরু করেছেন।
কার্যত সারা দেশজুড়েও চলছে দাবদাহ ।দেশের অধিকাংশ রাজ্যেই মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
দেশের আবহাওয়া দফতর ‘ইন্ডিয়ান ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট-এর পূর্বাভাস- হরিয়ানা পাঞ্জাব উত্তর প্রদেশ এবং রাজস্থানে নিম্নচাপের প্রভাব পড়তে পারে। এর প্রভাবে আগামী দুদিন কোথাও না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ধুলি ঝড় হওয়ার সম্ভাবনা প্রবল। বাতাসের গতি ঘণ্টায় 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে । দু’দিন পর পুনরায় বাড়তে পারে এই অঞ্চলের তাপমাত্রা
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তার জি সি দেবনাথ সাংবাদিকদের জানিয়েছেন-ঘূর্ণাবর্ত বায়ুমণ্ডল থেকে ছ’কিলোমিটার উপরে বিস্তৃত। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতেও। তবে পুরোপুরি বর্ষা আসতে সময় লাগবে আরো কটা দিন । আগামী ১১ থেকে ১৭ জুন পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close