এক গৃহবধূকে শ্লীলতাহানীর চেষ্টায় অভিযোগে এক যুবককে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি থানার জামুরিভিটা এলাকার । পুলিশ জানিয়েছে-ওই গৃহবধূ বাড়িতে শোয়ার ঘরে ঘুমোচ্ছিলেন। আচমকা তার ঘরে ঢুকে বিমল ওই গৃহবধূর শ্লীলতাহানীর চেষ্টা করে। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে গৃহবধূ আর্তচিৎকার শুরু করেন। গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বিমলকে হাতেনাতে ধরে ফেলেন। খবর যায় পুলিশে। ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এমন ঘটনার খবর পেয়ে হইচই ফেলে দিয়েছেন মহিলা সমিতির সদস্যরা। তারা বিমলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। যদিও বিমল নিজেকে নির্দোষ বলে দাবি করে জানিয়েছেন- তাকে অযথা ফাঁসানো হচ্ছে ।