আগামী ৬ মে, শুক্রবার থেকে ৬২তম সিনিয়র স্টেট খো খো প্রতিযোগিতার আসর বসছে উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরে। শিলিগুড়ি মহকুমা খোখো সংস্থার পরিচালনায় এবং শিলিগুড়ি পুর নিগমের সহযোগিতায় এমন খেলার আসর অনুষ্ঠিত হতে চলেছে। তিনদিনব্যাপী দিবারাত্রি এই প্রতিযোগিতা চলবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়-এর মাঠে আয়োজক কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানানো হয় । সংশ্লিষ্ট কমিটির সভাপতি অলক চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান- শিলিগুড়ি শহর খেলার শহর হিসেবে বহুদিন আগে থেকেই খ্যাতি অর্জন করেছে। পুনরায় ৬২তম সিনিয়র স্টেট খো খো খেলার আসর বসায় এই শহরের মুকুটে আরও একটি পালক সংযোজিত হ’ল।
মহাকুমা খো খো সংস্থার তরফে আরও জানানো হয়েছে- আগামী ৬ মে,শুক্রবার বেলা তিনটে নাগাদ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হবে । এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জেলার খেলোয়াড়দের পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশও এই খেলায় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন- শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার টেবিল টেনিসে ‘বঙ্গরত্ন’ পাওয়া বিশিষ্ট ক্রীড়াবিদ ভারতী ঘোষ-সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ । ক্রীড়ামোদীদের ধারনা- এই খেলা দেখতে ভিড় উপচে পড়বে শিলিগুড়িতে।
স্টেট খো খো প্রতিযোগিতার আসর বসছে শিলিগুড়িতে
- Advertisement -