গৌতম আদানির ঝুলিতে এল আরও একটি নতুন কোম্পানি। সম্প্রতি, আদানি গোষ্ঠীর একটি শাখা আদানি উইলমার কিনে নিল ‘কোহিনুর রাইস ব্র্যান্ড‘-কে। তবে, কত টাকায় লেনদেন সম্পন্ন হয়েছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। উল্লেখ্য, কোহিনুর রাইস ব্র্যান্ডের মালিকানা ছিল স্যুইস কোম্পানি ম্যাককর্মিকসের হাতে। জানা গেছে, এরপর কোহিনুর ব্র্যান্ডের বাসমতী চালের পাশাপাশি ‘রেডি টু কুক’, ‘রেডি টু ইট’ এবং ভারতের কোহিনুর ব্র্যান্ডের অন্যান্য পোর্টফলিওতে আদানি গোষ্ঠীর একচেটিয়া আধিপত্য থাকবে। বর্তমানে সংস্থার মোট আয়ের প্রায় ১১ শতাংশ অংশীদারত্ব রয়েছে চাল, আটার মতো প্রধান খাদ্যসামগ্রীর।
প্রসঙ্গত, গৌতম আদানির সংস্থা আদানি উইলমার লিমিটেড ভোজ্য তেল আমদানি এবং বিক্রিতে ভারতে সর্ববৃহৎ। বাসমতী চালের ব্র্যান্ড ছাড়াও ‘চারমিনার’ এবং ‘ট্রফি’ও চুক্তিতে রয়েছে আদানি গোষ্ঠীর সঙ্গে। যাদের সম্মিলিত বাজার মূল্য প্রায় ১১৫ কোটি টাকা। পরিসংখ্যান থেকে জানা যায়, এফএমসিজি পণ্য বিক্রি করে ২০২১-২২ অর্থ বর্ষে গৌতম আদানির সংস্থার ব্যবসা ১ হাজার ৯০৫ কোটি টাকা থেকে বেড়ে ২ হাজার ৬২১ কোটি টাকা হয়েছে৷
এখন মনে করা হচ্ছে, কোহিনুর অর্থাৎ বাসমতী চালের এই ব্র্যান্ড কিনে নেওয়ার ফলে আদানি গোষ্ঠী প্যাকেটজাত বাসমতী চাল বিক্রিতে দেশে শীর্ষ স্থান অধিকার করে নেবে। এ বিষয়ে আদানি উইলমারের সিইও অংশু মল্লিক জানিয়েছেন, “কোহিনুর ব্র্যান্ডের চাল বাজারে খুবই জনপ্রিয়। তাই, বর্তমানে এই ব্র্যান্ড আমাদের হাতে চলে আসায় এফএমসিজি ক্ষেত্রে আমরা অনেক বেশি উন্নতি করতে পারব। আগামীতে খাদ্যজাত পণ্যের ব্যবসা আমরা আরও বাড়াতে চাই। এই চুক্তির ফলে আন্তর্জাতিক মহলে আমাদের ব্যবসার প্রসার ঘটবে বলে মনে করা হচ্ছে।”
অংশু মল্লিক আরও জানান, “নতুন চাল কল তৈরি করতে প্রায় ২ বছর সময় লেগে যায়। তার তুলনায় অধিগ্রহণের পথে হাঁটলে আমিরা দ্রুত ব্যবসা বৃদ্ধি করতে পারব। আমাদের বাসমতী চালের চাহিদা যথেষ্ট ভালো হলেও তার বাজার মাত্র ১০ শতাংশ। প্রতিদিন খাওয়ার যে স্থানীয় চাল রয়েছে তার বাজার বিশাল এবং তা আমরা কোনওভাবেই উপেক্ষা করতে পারি না। আমি চাই আঞ্চলিক পছন্দের উপর ভিত্তি করে প্যাকেটজাত স্থানীয় চাল বাজারে নিয়ে আসতে।”
উল্লেখ্য, গত বছর মূলত ভোজ্য তেল ‘ফরচুন’ কোম্পানি থেকে ভালো ব্যবসা করেছে আদানি গোষ্ঠী। ২০২১-২২ অর্থ বর্ষে তাদের বাৎসরিক আয় হয়েছে প্রায় ৫৪,২১৪ কোটি টাকা। গত বছর আদানি উইলমারের আয়ের মোট ৮৪ শতাংশই এসেছে ভোজ্য তেলের ব্যবসা থেকে। বাজারে প্রায় ৩৬০০ কোটি টাকার শেয়ার ছাড়ার পর স্টক এক্সচেঞ্জে নাম তুলেছে আদানি উইলমার সংস্থা।