জুয়ার আসরে বিবাদের জেরে গুলিবিদ্ধ এক ব্যক্তি। বৃহস্পতিবার ভোরে মালদার মহেশমাটি মাদ্রাসা মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ ব্যক্তি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। গুলিবিদ্ধ যুবকের নাম আসগার শেখ। বয়স ৩৭ বছর। পেশায় মাংস ব্যবসায়ী। সূত্রের খবর, বুধবার গভীর রাত থেকে মালদা শহরের মহেশমাটি মাদ্রাসা মোড় এলাকায় জুয়ার আসর বসেছিল। এলাকার বেশ কিছু যুবক একত্রিত হয় সেখানে। সেখানেই এলাকার কিছু ব্যক্তি জুয়া খেলছিল। বৃহস্পতিবার ভোর নাগাদ জুয়ার আসরে নিজেদের মধ্যে বিবাদ শুরু হয়। সেই সময় হাতাহাতিতে জড়িয়ে পড়েন ২ জন। তাদের মধ্যে একজন আগ্নেয়াস্ত্র নিয়ে আসগর শেখের ওপর হামলা চালায়। গুলির আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুতে যান ঘটনাস্থলে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয়রা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। পিঠের নিচে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Fourteen Times Line, Malda