ইউরোপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দিনের সফরের শেষ দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর(Emmanuel Macron) সঙ্গে প্রত্যক্ষভাবে সম্মুখীন হলেন। এদিন বুধবার নর্ডিক দেশ অর্থাৎ, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মোদী।
সূত্রের খবর, কোপেনগেহেন থেকে মোদী যান ফ্রান্সে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্সে আসার সংবাদ শোনামাত্রই ইমানুয়েল ম্যাক্রোঁ তাঁকে অভ্যর্থনা দিয়ে স্বাগত জানান। সমপদস্থ মিত্র মোদীকে পেয়ে বুকে টেনেও নিতে দেখা যায় ফ্রান্সে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে। মোদী-ম্যাক্রোঁ সম্পর্ককে ভারতের বিদেশমন্ত্রক দুই বন্ধুর সাক্ষাৎ হিসাবে মন্তব্য করেছেন।
বিদেশমন্ত্রক সূত্রের খবর, মোদী-ম্যাক্রোঁর বৈঠকে ভারত এবং ফ্রান্সের মধ্যে একাধিক বিষয় নিয়ে কথা হলেও তার সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথাও তাঁদের আলোচনায় আলোচিত হয়েছে। তারা দ্রুত ইউক্রেনে শান্তি ফেরানোর দাবিতে বলেন,” ফ্রান্স এবং ভারত উইক্রেনে ঘটে চলা মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। ইউক্রেনে যেভাবে সাধারণ নাগরিকদের মৃত্যু হচ্ছে, দুই দেশই তার তীব্র নিন্দা করছে এবং যত দ্রুত সম্ভব শান্তি ফেরানোর দাবি জানাচ্ছে।”।
সূত্রের খবর, দু’দেশের মধ্যে যে আগামী দিনে ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত আদানাপ্রদানের বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এবং তাঁদের আলোচনার পর ফ্রান্স ‘ আত্মনির্ভর ভারত ’ গড়ার কাজের প্রতিশ্রূতি দিয়েছেন। ম্যাক্রোঁ আরও জানিয়েছেন,” প্রতিরক্ষা ক্ষেত্রে যেভাবে পারস্পারিক সহযোগিতার বাতাবরণ তৈরি হয়েছে, তা আগামী দিনে আরও বাড়ানোর প্রতিশ্রূতি দিয়েছে দুই দেশই। ” সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। বৈঠক শেষে ম্যাক্রোঁকে ভারতে আসার জন্য আমন্ত্রণও জানিয়ে এসেছেন মোদী। তিনদিনের ইউরোপ সফর শেষ করে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী।