সম্প্রতি বিবাহ সম্পন্ন হল এ.আর রহমানের মেয়ে খাতিজা রহমানের। গতকাল রাতে সঙ্গীত পরিচালক এ.আর রহমান রিয়াসদীন শেখ মহম্মদের সঙ্গে তাঁর মেয়ের বিবাহের খবর শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। জানা গিয়েছে, খাতিজার স্বামী রিয়াসদীন তামিলনাড়ুর ছেলে। পেশায় তিনি এ.আর রহমান লাইভের একজন সাউন্ড ইঞ্জিনিয়ার।
ইনস্টাগ্রামে পোস্ট করে এ.আর রহমান লেখেন, “সর্বশক্তিমান ঈশ্বর এই নব দম্পতিকে প্রাণ ঢেলে আশীর্বাদ করুন। আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসার জন্য আগাম ধন্যবাদ।” উল্লেখ্য, এদিন ইনস্টাগ্রামে মেয়ের বিয়ের ছবি শেয়ার করার পরই তাঁর অগণিত ভক্ত এবং এ.আর রহমানের সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট গায়িকা শ্রেয়া ঘোষালও। শ্রেয়া লেখেন, “খাতিজা আর রিয়াসদীনকে আমার হার্দিক অভিনন্দন। ঈশ্বর এই সুন্দর দম্পতিকে আশীর্বাদ করুন।” পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার স্ত্রী ওয়ার্দা খান। এ.আর রহমানের মেয়ে খাতিজাও নিজের বিবাহের একটি ছবি এদিন শেয়ার করেন ইনস্টাগ্রামে। ছবির নীচে তিনি লেখেন, “জীবনের সবচেয়ে প্রতীক্ষিত দিনের ছবি”। জানা যায়, খাতিজা রহমান এবং রিয়াসদীনের বিবাহ সম্পন্ন হয় গত ২৯ ডিসেম্বর। খুবই ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গ মানুষদের উপস্থিতিতে বিয়ে হয় খাতিজা-রিয়াসদীনের।
সূত্রের খবর, খাতিজার জন্মদিনের দিনই রিয়াসদীনের সঙ্গে তাঁর বিবাহ হয়। সেই সময় তিনি একটি পোস্ট করে লেখেন, “সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদে আমি আপনাদের সঙ্গে একজন প্রভাবশালী উদ্যোক্তা এবং উইজকিড অডিও ইঞ্জিনিয়ারের সঙ্গে আমার বাগদানের খবর শেয়ার করতে পেরে ভীষণ আনন্দিত। বাগদানের অনুষ্ঠান হয় ২৯ ডিসেম্বর, আমার জন্মদিনের দিন, আমার পরিবার এবং ঘনিষ্ঠ প্রিয়জনদের উপস্থিতিতে।”