Raiganj : গ্যাস ভর্তি ট্যাংকার উল্টে আতঙ্ক

আরও পড়ুন

রায়গঞ্জ থানার রুপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারের একটি ডোবাতে ভারত পেট্রোলিয়ামের একটি গ্যাস ভর্তি ট্যাংকার উল্টে যায়। ফলে, গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখার পাশাপাশি এলাকায় আগুন জ্বালাতে নিষেধ করে হয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে ভারত পেট্রলিয়ামের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। তারা পুলিশের ভুমিকার প্রসংসা করে বলেন, এই বড় আকারের ট্যাংকার তুলতে ঝুঁকির পাশাপাশি সময়সাপেক্ষও।

চয়ন মন্ডল (সেফটি অফিসার, ভারত পেট্রলিয়াম) জানিয়েছেন, পুকুরে এই ট্যাংকার পরে যাওয়ার জন্য তা উদ্ধারে সময় বেশি লাগতে পারে। যদি রাস্তায় পরে থাকতো তাহলে হয়তো দু’ থেকে তিন ঘন্টা লাগতে পারে। তিনি জানিয়েছেন এতে কোনো ভয়ের ব্যাপার নেই কিন্তু উদ্ধার হওয়া পর্যন্ত গাড়িটিকে কারো নাগালের বাইরে রাখতে হবে।

গাড়ীর চালক নিখিলেশ রায় জানিয়েছেন, গ্যাস বোঝাই এই ট্যাংকারটি মালদা থেকে ডালখোলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এই এলাকায় এলে একটি টোটো আচমকাই ব্রেক কষলে তিনিও জোরে ব্রেক কষেন। তারপরেই স্টিয়ারিং লক হয়ে ওই ডোবায় উলটে যায়। ঘটনাটির সত্যতা বিচারে পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close