Raiganj : মন্ত্রোচ্চারণে ভূমি শুদ্ধিকরণ করল তৃণমূল

আরও পড়ুন

গত ২৮ এপ্রিল বিজেপি চুৃঁচুড়া ঘড়ি মোড়ে সভা করেছিল। রাজ্যে বেড়ে চলা খুন ধর্ষনের প্রতিবাদে আজ তার পাল্টা সভা করতে চলেছে তৃনমূল।কেন্দ্রীয় সরকারের সম্পত্তি বেসরকারিকরন, তেল গ্যাসের দাম বৃদ্ধি, তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সিবিআই ইডিকে ব্যবহার,সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি,রাজ্য সরকারের প্রতি মিথ্যা কুৎসা ও অপপ্রচারের প্রতিবাদে,রাজ্যের বকেয়া পাওনা না দিয়ে বঞ্চনার প্রতিবাদে আজ দুপুরে খাদিনা মোড় থেকে মিছিল করে সভা হবে ঘড়ি মোড়ে।

সূত্রের খবর, সেদিন বিজেপির সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুৃমদার সহ দিলীপ ঘোষ,লকেট চ্যাটার্জি ও বিজেপি রাজ্য এবং জেলা নেতৃত্ব।সেদিনের সভায় ঘরির মোর অপবিত্র হয়েছে তাই আজ তৃণমূলের সভার আগে সকাল সাতটা নাগাদ গঙ্গা জল ও গোবর দিয়ে শুদ্ধ করল তৃণমূল।তৃণমূল মহিলা কংগ্রেস ও বঙ্গজননীর মহিলারা গোবর জল দিয়ে শুদ্ধ করেন ঘড়ি মোড় সভাস্থল।পুরোহিত হয়ে মন্ত্রচারন করেন তৃণমূল কর্মি সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বিধায়ক এই কর্মসূচিতে যোগ দিয়ে বলেন,”বিজেপি রাজ্য সভাপতি ও লকেটরা এই ঘরির মোড়কে অপবিত্র করেছিলেন। আজ তৃণমূলের সভায় যারা উপস্থিত হবেন তারা এই অপবিত্র জায়গায় দাঁড়াবেন না তাই পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ভূমি শুদ্ধিকরণ করা হয়।”

প্রসঙ্গত সেদিন বিজেপির সভা থেকে সুকান্ত মজুমদার ও লকেট চ্যাটার্জিদের নিশানায় ছিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।সেদিনই নিজেদের দ্বন্দ্বের ঘটনায় আহত এক তৃণমূল কর্মিকে হাসপাতালে দেখতে গিয়ে বিধায়ক বলেছিলেন,”তৃণমূলে তো এখন ডাকাতও কর্মি চোরও কর্মি তাবলে কি ডাকাত চোরকে ছেড়ে দেব।”

বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন,”শুদ্ধিকরন তৃণমূলের দরকার। যেসব কাউন্সিলর ওয়ারিশান সার্টিফিকেট দেওয়ার জন্য টাকা চায়,যেসব পঞ্চায়েত প্রধানরা দূর্নীতিগ্রস্থ,যারা ত্রিপল চাল গম চুরি করে তাদের আগে শুদ্ধিকরণ করুন।তৃণমূলের রন্ধ্রে দূর্নীতি। ঘড়ি মোড় ঐতিহ্য সংস্কৃতি অনেক উঁচু দরের। বিজেপির কোনো দূর্নীতি নেই তাই ঘড়ি মোড় শুদ্ধিকরণ না করে নিজেদের দলকে শুদ্ধ করুক তৃণমূল।”

কেন্দ্র সরকারের সম্পত্তি বেসরকারিকরন, তেল গ্যাসের দাম বৃদ্ধি, তৃনমূলের নেতাদের বিরুদ্ধে সিবিআই ইডিকে ব্যাবহার,সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি,রাজ্য সরকারের প্রতি মিথ্যা কুৎসা ও অপপ্রচারের প্রতবাদে,রাজ্যের বকেয়া পাওনার না দিয়ে বঞ্চনার প্রতিবাদ সহ কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে খাদিনা মোড় থেকে মিছিল তৃনমূলের।মিছিলে উপস্থিত কুনাল ঘোষ,স্নেহাশিষ চক্রবর্তী দিলীপ যাদব তপন দাশগুপ্ত সহ জেলা তৃনমূল নেতৃত্ব।

ইতিমধ্যেই কাশিপুরের ঘটনায় সিবিআই তদন্তের দাবী অমিত শাহের।এই প্রসঙ্গে কুনাল ঘোষের প্রতিক্রিয়া।নারদা কান্ডে শুভেন্দু অধিকারীর নামে এফ আই আর থাকা সত্ত্বেও তাকে কোলে নিয়ে ঘুরছেন অমিত শাহ। তিনি দেশের স্বরাষ্ট্র মন্ত্রী না বিজেপির নেতা হয়ে এসেছেন ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close