বাংলায় অশনির সংকেত হাওয়া দফতরের, ঘূর্ণিঝড় রবিবারই

আরও পড়ুন

চলতি সপ্তাহের মাঝ থেকেই বাংলার আকাশের মুখ ভার। সারা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি আগামী রবিবারই ঘূর্ণিঝড়ের রূপ নেবে। যার ফলে সারা বাংলা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি নিয়ে এখনই কিছু বলতে পারছে না মৌসম ভবন। তবে তারা ওই নিম্নচাপের উপর নজর রাখছে। যদিও অনুমান করা হচ্ছে আগামী ১০ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড় বাংলায় কতটা প্রভাব ফেলবে বা আদৌ প্রভাব ফেলবে কি না, তা স্পষ্ট জানায়নি মৌসম ভবন। যদিও আবহাওয়ার পূর্বাভাসে আগামী মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার ওড়িশা উপকূল এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। দক্ষিণ আন্দামান এবং দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটি যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে, তা আগেই জানিয়েছিলেন আবহবিদেরা। শুক্রবার তাঁরা বলেছেন, ওই নিম্নচাপই আরও জলীয় বাষ্প সংগ্রহ করে শক্তি বাড়িয়ে আগামী ৮ মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। গরমে স্বস্তি দিয়েছিল বৃষ্টি, তবে এ বার ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। যার গতিপথ হবে উত্তর পশ্চিমে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা বা বাংলার উপকূলের দিকে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close