ঘূর্ণিঝড় অশনি নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কায় প্রাথমিক প্রস্তুতিপর্ব সেরে রেখেছে।জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা জানিয়েছেন- ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কার কথা মাথায় রেখেই জেলার বিভিন্ন ব্লকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জেলার ২৬ টি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, থানার ইন্সপেক্টর ইনচার্জ,অফিসার ইনচার্জ,বিদ্যুৎ দফতর-সহ নানান দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়।
নবান্নর নির্দেশ পেয়ে শুক্রবার -এর প্রশাসনিক বৈঠকের পর উপকূলের বিভিন্ন “রেসকিউ সেন্টার”-গুলি ঘুরে দেখেন সরকারি কর্তাব্যক্তিরা। দুর্যোগ মোকাবিলার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে দল তৈরি করে নিয়েছেন । উপকূলের ব্লক রামনগর-ওয়ান এর বি ডি ও বিষ্ণুপদ রায় ঠিক কি বলেছেন শুনে নেব একবার-