ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যপ্রদেশের ইন্দোরে। বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হল ৭ জন ব্যক্তির এবং গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হয়েছেন আরও ৫ জন। সূত্রের খবর, শনিবার ভোর রাতের দিকে ইন্দোরের স্বর্ণবাগ কলোনিতে একটি তিন তলা বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিধ্বংসী চেহারা নেয় আগুন। যেহেতু ভোর রাতের দিকের ঘটনা, সুতরাং স্বাভাবিক ভাবেই ওই সময়টায় বাড়ির সমস্ত সদস্যরা ঘুমোচ্ছিলেন। আগুন লেগেছে এমনটা টের পাওয়ার আগেই ঘটে যায় দুর্ঘটনা।
চোখের নিমেষে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় বাড়ির প্রতিটা ঘর। ওই বাড়ির এক সদস্য জানিয়েছেন, আগুন যখন লাগে তখন প্রায় রাত ৩ টে বাজে। আচমকাই চারদিক থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুরু হয়। বাইরে বেরোতেই দেখা যায় গোটা বাড়িটা ছেয়ে গেছে ভয়াবহ আগুনে, কালো ধোঁয়ায় কিচ্ছু চোখে পড়ছে না। আশেপাশের ঘরগুলো পুড়তে শুরু করছে। ভেসে আসছে ব্যাপক আর্তনাদ এবং কান্নার শব্দ।
জানা গিয়েছে, ভয়াবহ এই আগুনের হাত থেকে পালিয়ে বেঁচেছেন কয়েকজন। অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন। উল্লেখ্য, দীর্ঘ ৩ ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। দমকল কর্মীরা জানিয়েছেন, এই আগুন লেগেছে শর্ট সার্কিট থেকে। আগুন এতটাই ভয়ংকর চেহারা নেয় যে, বাড়ির বাইরে থাকা একটি মোটরসাইকেল পর্যন্ত পুড়ে ছাই হয়ে যায়।
খবর সূত্রে জানা যায়, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে ওই বাড়ির মালিক আনসার প্যাটেলকে। তার বিরুদ্ধে অভিযোগ, বাড়িতে কোনওরকম অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখা ছিল না। তাছাড়া, প্রচুর দাহ্য বস্তু মজুত ছিল বাড়িতে, যার ফলে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এদিন এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইন্দোরের পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্র। তিনিও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে, পুড়ে গিয়েছে গোটা বাড়িটাই।