ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছক্কা হাঁকিয়ে রোহিত শর্মা পেয়েছেন স্পন্সর টাটা কোম্পানির কাছ থেকে পাঁচ লক্ষ টাকা। কিন্তু, তা তিনি অসমের কাজিরাঙার গন্ডার কল্যাণ প্রকল্পে দান করে দিলেন। এমন খবরে খুশি পশুপ্রেমীরা।
আইপিএল ২০২২-এ এবার গত পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের খেলা ছিল অভাবনীয় দুঃস্বপ্নের মতো। এবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে তেমন রান ছিল না। ফলে, এইবার প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই। কিন্তু, গতকাল তাঁর ব্যাটিংয়ে পুরনো রোহিত শর্মাকে খুঁজে পাওয়া গেছে।
শুক্রবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে পুরনো ছন্দে দেখা যায় রোহিত শর্মাকে। তিনি এবং ইশান কিশান পাওয়ারপ্লে-তে ৬ ওভারে বিনা উইকেটে ৬৩ রান করেছিলেন। যা এই মরশুমে পাওয়ারপ্লে-তে মুম্বইয়ের সর্বোচ্চ স্কোর হয়। রোহিত শর্মা ২৮ বলে করেন ৪৩ রান। ৭ রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। এবারের আইপিএল- এ এটিই তাঁর সর্বোচ্চ স্কোর। এবারের, আইপিএল ২০২২-এ শুক্রবার এমন একটি ঘটনা ঘটেছে, যা আগে কখনও ঘটেনি।
রোহিত তাঁর ৪৩ রানের ইনিংসে দুটি ছক্কা হাঁকান। এর মধ্যে একটি ছক্কা থেকে তিনি পেয়েছেন ৫ লক্ষ টাকা। গতকাল, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই নিজের ব্যাটিং দেখাতে শুরু করেন রোহিত। গুজরাতের হয়ে ম্যাচের দ্বিতীয় ওভারে বোলিং করেন আলজারি জোসেফ। রোহিত প্রথম দুই বলে দুটি চার মারেন। তার পর ওভারের শেষ বলে যে ছক্কা মেরেছেন, তা থেকে তিনি ৫ লাখ টাকা উপার্জন করেন। সেটি ছিল সেই ম্যাচের প্রথম ছক্কা।
হিটম্যান রোহিতের ব্যাকফুটে বডি ব্যালান্স লিফট করে মিড-উইকেটে ছক্কাটি যায়। বল সরাসরি লিগ স্পনসর টাটার পাঞ্চ কারের কাছে চলে যায় এবং গাড়ির কাঁচ ভেঙে যায়। এই একটি ছক্কা থেকে রোহিতের খাতায় ৬ রান যোগ হওয়ার পাশাপাশি ৫ লক্ষ টাকা পেয়েছেন। এবার আইপিএল ২০২২-এর স্পনসর টাটা। টাটা মোটরসের দাবি, “কেউ যদি স্টেডিয়ামে পার্ক করা টাটার পাঞ্চ কার বা বোর্ডে ছক্কা হাঁকিয়ে বল মারতে পারে, তা হলে ৫ লাখ টাকা পাবেন”।
সেইসঙ্গে বলা হয়েছিল, যে টাকাটি পাবে ৫ লাখ টাকা অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্কে গন্ডারদের যত্নের জন্য ব্যবহৃত হবে। ঠিক এই কারণে, ম্যাচের প্রথম ছক্কা মেরে গাড়ির কাঁচ ভেঙেও রোহিত ৫ লক্ষ টাকা পেয়েছিলেন। ফলে, রোহিত এই অর্থ না নিয়ে একটি মহৎ কাজে করবেন।