গতকাল নৈশভোজের আমন্ত্রণ রক্ষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছে গেলেন সৌরভ গাঙ্গুলির বাসভবনে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নৈশভোজ নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। তবে, সৌরভ জানান, এটি নেহাতই সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। তিনি দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের আলাপ রয়েছে। গত ২০০৮ সাল থেকে তিনি অমিত শাহের সঙ্গে পরিচিত। কিন্তু, সেসময় তাঁর সঙ্গে দেখা হয়নি৷ কারণ, সৌরভ বেশিরভাগ সময়েই বাইরে থাকতেন।
সূত্রের খবর, এদিন অমিত শাহের সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত, এবং রাজ্যের বিজেপি দায়িত্ব প্রাপ্ত সহ পর্যবেক্ষক অমিত মালব্য। সৌরভের বেহালার বাড়ির রাস্তার পাশে দাঁড়িয়ে অমিত শাহকে স্বাগত জানান বিজেপির কর্মী সমর্থকরা। জানা গিয়েছে, এদিন সৌরভের বাড়িতে নৈশভোজ ছাড়াও অমিত শাহ সৌরভের বাড়ির চণ্ডী মন্দিরে যান। এদিন নৈশভোজের সময় সৌরভের সঙ্গে অমিত শাহের কোনওরকম রাজনৈতিক আলোচনা হয়নি বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গতকাল রাত ৮ টা নাগাদ সৌরভের বাড়িতে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আলাপ করেন সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি, দাদা স্নেহাশিস গাঙ্গুলি এবং সৌরভের মা নিরূপা গাঙ্গুলির সঙ্গে। এদিন তিনি প্রায় ১ ঘণ্টা সময় কাটান সৌরভের বাড়িতে। সৌরভের মা নিরূপা দেবীর তত্ত্বাবধানে বিভিন্ন রকম নিরামিষ পদ রান্না করা হয় অমিত শাহের জন্য। অমিত শাহ যেহেতু নিরামিষাশী, সেহেতু তাঁর জন্যে বিশেষ করে তৈরি করা হয় আমপোড়া শরবত, দার্জিলিংয়ের চা, গন্ধরাজ ঘোল। এরপর ছিল মোচার চপ, কড়াইশুঁটির কচুরি, ভাজা মশলার আলুর দম, এঁচোড় কালিয়া, ছানার কোপ্তা, কাজু কিশমিশ সহযোগে পোলাও, ভাজা মুগ ডাল, এবং ধোকার ডালনা। শেষ পাতে ছিল মিষ্টি দই, নলেন গুড়ের সন্দেশ এবং আরও নানারকম মিষ্টি।
প্রসঙ্গত, সৌরভের বাড়িতে নৈশভোজ নিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, “উনি যেতেই পারেন। এতে অসুবিধার কি আছে? সৌরভকে বলো বেশি করে দই আর কলকাতার রসগোল্লা কিনে রাখতে। আমরা তো এই দিয়েই মূলত অতিথি আপ্যায়ন করি।” এদিন সৌরভের বাসভবনে আসার পূর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছে যান ভিক্টোরিয়া মেমোরিয়ালে সৌরভের স্ত্রী ডোনার নাচের অনুষ্ঠান দেখতে। এদিন অনুষ্ঠান শেষে ডোনার নাচের বিশেষ প্রশংসা করেছেন তিনি।