ইসলামপুর থেকে অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে বিশ্বখ্যাত ‘কবিয়াল’ তথা নদিয়ার “বিজেপি বিধায়ক” অসীম সরকারের গাড়ি দুর্ঘটনার কবলে পরে। এই দুর্ঘটনার ফলে কবি অসীম সরকার দুই পুলিশ কর্মী সহ মোট ১০ থেকে ১২ জন জখম হয়েছেন। আহতদের বিহারের কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিধায়ক-সহ পুলিশকর্মীরা বিপন্মুক্ত বলে জানা গেছে। আহত বিজেপি বিধায়ককে দেখতে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে চাকুলিয়া থানার কানকি এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে কবিয়াল তথা বিজেপির বিধায়ক অসীম সরকার ইসলামপুর থেকে অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার সময় কানকি গ্রামে ৩১ নম্বর জাতীয় সড়কে তাঁর গাড়ি বিকল হয়ে পড়ে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই কানকি ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছন।
সূত্রের খবর, অসীমবাবুর গাড়িটি মেরামতের জন্য নিয়ে যাওয়ার সময়ও একটি লরি সজোরে প্রথমে পুলিশের গাড়িতে তারপর অসীমবাবুর গাড়িতেও ধাক্কা মারে। এই ঘটনায় অসীমবাবু ও দুই পুলিশকর্মী-সহ সাকুল্যে ১০ থেকে ১২ জন গুরুতর জখম হন। তাদেরকে উদ্ধার করে বিহারের কিষানগঞ্জ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। দুই পুলিশকর্মীকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যেকেই বর্তমানে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাপাতালে পৌঁছন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি প্রশ্নোত্তরপর্বে জানান, এই দুর্ঘটনায় কোনও রকম চক্রান্তের কিছু নেই। তিনি উত্তরবঙ্গবাসীর পাশাপাশি বিহারের কিষাণগঞ্জ এলাকার মানুষকেও ঐকান্তিক সহযোগিতার জন্য আন্তরিক অভিনন্দন জানান।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আরও বলেন, রাতে তিনি ঘটনার খবর জানতে পারেন। শিলিগুড়িতে বেশ কিছু কর্মসূচী শেষ করে তিনি কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছন। আপাতত অসীমবাবুর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।