দেখতে দেখতে বলিউড ইন্ডাস্ট্রিতে ১০ বছর কেটে গেল এই তারকার। ২০১২ সালে বলিউডে তাঁর প্রথম আবির্ভাব হয়। বলিউডেরই এক বিখ্যাত অভিনেত্রী পরিণীতি চোপড়ার(Parineeta Chopra) সঙ্গে তাঁকে ‘Ishaqzaade‘ ছবিতে দেখা যায়। তাঁর প্রথম ছবিতেই তিনি দর্শকমহল থেকে একরাশ প্রশংসা পান। এরপরই, অর্জুন কাপুর(Arjun Kapur) দর্শকদের প্রশংসার সঙ্গে এক এক করে ছবি করতে থাকেন।
কেরিয়ারের প্রথম ছবির দৌলতেই একজন সফল অভিনেতার তকমা পেয়েছেন অর্জুন। ‘Ishaqzaade’ ছবি করার পরেই এই তারকার জীবনে বদল আসে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অর্জুনকে। জানা যায়, বলউডের নামী পরিচালকেদের পছন্দের অভিনেতার তালিকায় চলে এসেছিল অর্জুন কপুরের নাম। অভিনয় প্রতিভার জন্য বলিউডে সফল কেরিয়ার গড়তে খুব একটা বেগ পেতে হয়নি তাঁকে। অর্জুন কপুর তাঁর অভিনয় দক্ষতায় আগামী দিনে হিন্দি ছবির দর্শকের মনোরঞ্জনে সফল হবে বলে আশা করা যায়।
সূত্রের খবর, অর্জুন কাপুরের সিনে ইন্ডাস্ট্রিতে ১০ বছর পূর্তি উপলক্ষ্যে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ‘Ishaqzaade’-এর কয়েকটি দৃশ্য পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে নিজের সাফল্যের কাহিনীও সুন্দর করে বর্ননা করেছেন। ‘Ishaqzaade’-এর মতো ছবিতে কাজের সুযোগ পেয়ে সাফল্যের প্রথম সিঁড়ি অতিক্রম করেছিলেন। সেই জন্য ছবির পরিচালক থেকে অভিনেত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এই ছবির হাত ধরেই বলিউডের নায়ক হওয়ার স্বপ্নপূরণ হয়েছে। তাই ১০ বছর পূর্তিতে অর্জুনের ইন্সটা পোস্টে দেখা গেল নস্টালজিয়ার ছোঁয়া।
বলিউড ইন্ডাস্ট্রিতে অর্জুনের প্রথম ছবি ‘Ishaqzaade’-র ফলে অনেক অনেক সাফল্য তিনি। নিজের সাফল্যের জন্য হিন্দি ছবির দর্শক সহ তাঁর অনুরাগীদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। দর্শকের অনুপ্রেরণা ছাড়াও যে সফল কেরিয়ার গড়া সম্ভব হয়না সে কথাও স্বীকার করেছেন অর্জুন কপুর। অভিনেতার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি সফল হওয়া ছবি, যেমন ‘হাফ গার্লফ্রেন্ড(Half Girlfriend)‘ ,’২ স্টেটস(2 States)‘, ‘কি এন্ড কা(Ki & Ka)‘ ইত্যাদি। এরপর আরও ছবি করেও যেন তিনি সাফল্য পান এবং সেই ছবিগুলোও যাতে হলে বসে দর্শক উপভোগ করতে পারেন সেই চেষ্টাও করবেন তিনি।
প্রতিটি ছবি থেকেই কিছুটা না কিছু শেখেন অর্জুন। আগামী দিনেও সেই শেখা জারি রাখতে চান। সফল ও অসফল দুটি ক্ষেত্র থেকেই শিক্ষা নিয়েছেন তিনি। তাঁর ইন্সটা পোস্ট জুড়ে কেরিয়ারের ১০ বছর পূর্তিতে এইভাবেই মনের কথা এবং অনুভূতি সকলের সঙ্গে ভাগ করে নিলেন অর্জুন কাপুর। তিনি আরও বলেন, প্রতি শুক্রবার একজন তারকার ভাগ্য নির্ভর করে বক্স অফিস কালেকশনের ওপর। সেই দিক থেকে দেখলে ফিল্মি কেরিয়ারের জার্নি শুরুর প্রথম দিনেই তাঁর ভাগ্য খুলে যায়। সেই জন্য় অর্জুন তাঁর লেখায় বারবার ‘Ishaqzaade’-র কথা উল্লেখ করেছেন।
বলিডিভা মালাইকার সঙ্গে অর্জুনের প্রেমকাহিনিও এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রিতে মূল আলোচনার বিষয়। সূত্রের খবর, ফিল্ম কেরিয়ারের ১০ বছর পূর্তির পর জীবনের নতুন অধ্যায় শুরুর সুখবর দিতে পারেন অর্জুন।