Malda : সংশোধনাগারে আয়োজিত যোগব্যায়াম কর্মসূচি

আরও পড়ুন

রাজ্যের প্রতিটি সংশোধনাগার আবাসিকদের সর্বাঙ্গীক উন্নয়নে যোগব্যায়াম শিবির, স্বাস্থ্য পরীক্ষা ও আইনি সহায়তা শিবির ৫ই মে থেকে শুরু করে ৬ই জুন পর্যন্ত চলছে। সূত্রের খবর তারই অংশহিসেবে ১১ ই মে বুধবার মালদা জেলা সংশোধনাগারে যোগব্যায়ামের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।

প্রসঙ্গত এদিন সংশোধনাগারের কয়েদিরা এই যোগব্যায়াম কর্মসূচিতে অংশ নেয়। উপস্থিত ছিলেন ডিআইজি বহরমপুর রেঞ্জ গৌতম মন্ডল, মালদা জেলা সংশোধনাগারে সুপারেন্টেন্ডেন্ট বিশ্বরূপ বিশ্বাস সহ সংশোধনাগারের আধিকারিকরা। যোগব্যায়াম কর্মসূচি শেষ করার পর ডিআইজি গৌতম মন্ডল বলেন, রাজ্য সরকারের উদ্যোগে ১১বছর বিকাশ তার যে কার্যকলাপ সেগুলো আমরা তুলে ধরছি। সংশোধনাগার তার ব্যতিক্রম নয়। আমরা ৫ই মে থেকে ৬ই জুন আমরা রাজ্যের সমস্ত সংশোধনাগারে যোগ ব্যায়াম শিবির আইনি সহায়তা ও স্বাস্থ্য শিবির এগুলো বিভিন্ন সময় হবে। ইতিমধ্যে মালদা জেলার সংশোধনাগারের পরিকাঠামো বাড়াতে উদ্যোগ গ্রহণ করেছে। যেখানে প্রায় 900 কয়েদি থাকতে পারবে ।

 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close