উড়ানের আগেই আগুন ধরে গেল চিনা যাত্রীবাহী বিমানে

আরও পড়ুন

টেক অফ করার সময় রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে গিয়ে আগুন ধরে গেল এক চিনা বিমানে। সময়মাফিকই সমস্ত কাজ চলছিল ঠিকঠাক। তবে, যাত্রী নিয়ে আর আকাশে উড়তে পারল না, তার আগেই বিমানটি রানওয়েতে পিছলে গেল। সঙ্গে সঙ্গেই অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢেকে গেল চারদিক। আজ সকালে এই দুর্ঘটনাটি ঘটে চিনের আন্তর্জাতিক চংকিং বিমান বন্দরে। তবে, কপাল ভালো এই যে, দুর্ঘটনায় একজন যাত্রীও নিহত হননি। 

দুর্ঘটনাগ্রস্ত বিমানের আগুন নেভানোর কাজ করছে দমকলকর্মীরা

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি থেকে নিরাপদেই বেঁচে ফিরেছেন সমস্ত যাত্রীরা। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি তিব্বতি বিমান সংস্থার। উল্লেখ্য, ১১৩ জন যাত্রী এবং ৯ জন বিমান কর্মীদের নিয়ে বৃহস্পতিবার সকালে ওড়ার চেষ্টা করে বিমানটি। চিনের দক্ষিণ-পশ্চিম শহর চংকিং থেকে তিব্বতের নিয়াংচিতে যাচ্ছিল বিমানটি। কিন্তু, উড়ান শুরু করার আগেই ঘটল বিপত্তি। রানওয়ে ধরে ছোটার সময় হঠাৎই পিছলে গেল বিমানের চাকা। এর ফলে দুরন্ত গতিতে এগোতে থাকা বিমানটি রানওয়ে ছাড়িয়ে অনেকটা দূর এগিয়ে যায়।

https://www.google.com/search?gs_ssp=eJzj4tTP1TcwNDcyNjNg9OJMzsjPSy_MzEsHAD7ZBlQ&q=chongqing&oq=chongki&aqs=chrome.1.69i57j46i10i433j46i10i131i175i199i433j0i10i512j0i10j46i10j0i10.4010j0j9&client=ms-android-transsion&sourceid=chrome-mobile&ie=UTF-8https://www.google.com/search?gs_ssp=eJzj4tTP1TcwNDcyNjNg9OJMzsjPSy_MzEsHAD7ZBlQ&q=chongqing&oq=chongki&aqs=chrome.1.69i57j46i10i433j46i10i131i175i199i433j0i10i512j0i10j46i10j0i10.4010j0j9&client=ms-android-transsion&souসূত্রের খবর, এদিনের এই বিমান দুর্ঘটনায় প্রায় ২৫ জন বিমানযাত্রী অল্পস্বল্প আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বিমান বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় যাত্রীদের বিমান থেকে বের করে নিয়ে আসা হয়। অগ্নিকাণ্ডের তীব্র ধোঁয়ার ফলে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়ে। 

প্রসঙ্গত, বিমানটির সামনের অংশে আগুন ধরে যায়। তারপর, আস্তে আস্তে তা পেছনের অংশেও ছড়িয়ে পড়তে শুরু করে। অবস্থা বেগতিক দেখে যাত্রীরা প্রাণপণে দৌড়ে পালাতে থাকে। এরপর, দমকলের কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close