কবি-প্রণাম অনুষ্ঠান রায়গঞ্জকে আরও সমৃদ্ধ করবে। রায়গঞ্জকে উন্নত সাংস্কৃতিক চেতনার জগতে প্রতিষ্ঠিত করবে। রায়গঞ্জ যেহেতু সংস্কৃতিপরায়ণ এলাকা, সেখানে মাতৃমণ্ডলীর অনুষ্ঠান ভিন্ন মাত্রা পাবে। বুধবার রায়গঞ্জের বীরনগরের ‘করুণাধারা’ নামের ভবনে ‘কবি প্রণামে’ যোগ দিতে এসে এমনই মন্তব্য করেছেন রায়গঞ্জের প্রথম নাগরিক সন্দীপ বিশ্বাস। তিনি আর কি কি বলেছেন তা শুনব আরেকবার।
Raiganj : মাতৃমণ্ডলীর ‘কবি -প্রণাম’ রায়গঞ্জে সাংস্কৃতিক চেতনা বাড়াবে : পুরপিতা
- Advertisement -