ধারাবাহিকে ডায়মন্ড ব্যাবসায়ী ঋদ্ধিমান সিংহরায় আর তার স্ত্রী খড়ি।এমনকি সিংহরায় পরিবারের ছোট ছেলে কুণাল মজা করে তাদের ডাকে ‘আদা-কাঁচকলা’ বলে কারণ সারাক্ষনই দুইজনের মধ্যে খুঁটিনাটি বিষয়ে ঝগড়া লেগেই থাকে। অথচ বিপদ এলেই তারা একজোট। বর্তমানে গাঁটছড়া ধারাবাহিকের প্রচার ঝলক বলছে, ইদানীং নাকি ঝগড়া ভুলে ঋদ্ধি-খড়ি রোম্যান্সে ভাসছে। একটু একটু করে সিংহরায় বাড়ির ছেলের মনে জায়গা করে নিচ্ছে ভট্টাচার্য বাড়ির মেজ মেয়ে। নেটিজেনরা যা দেখে দারুণ খুশি। চলতি সপ্তাহে ‘বাংলা সেরা’-র তকমা আবারও ‘গাঁটছড়া’র গায়ে।
প্রসঙ্গত চলতি সপ্তাহের মধ্যেই ধারাবাহিক ঘিরে টানটান উত্তেজনা। রেটিং চার্টের একটা বড় বদল ঘটেছে ,গত দু’সপ্তাহে প্রথম স্থান দখলে রেখেছিল ‘ধুলোকণা’। চলতি সপ্তাহে ধারাবাহিকটি তৃতীয় স্থানে। ৭.৩ পেয়ে দ্বিতীয় স্থান যথারীতি ‘মিঠাই’-এর। রকস্টার সিড স্বীকার করেছে, সে-ই আসলে সিদ্ধার্থ। এমনকি আরও এক বড় চমক একই সঙ্গে মোদক বাড়িতে ছোট ছেলে সন্দীপের প্রেমিকা রবীন্দ্রজয়ন্তীর দিন ফিরছে মোদক বাড়িতে। মিঠাই’-‘গাঁটছড়া’র দ্বন্দ্বও ভুলিয়ে দিয়েছে এই সপ্তাহের রেটিং চার্ট। প্রথম স্থান নিয়ে দড়ি টানাটানির বদলে ৮.০ পেয়ে দু’জনেই দ্বিতীয়! আবারও এক নতুন প্রেমের গন্ধ পেয়েই নড়ে বসেছেন ‘মিঠাই’-প্রেমীরা।