Goa : বেড়াতে এসে ধর্ষণের শিকার!

গোয়ায় বেড়াতে এসে সুইমিং পুলে ধর্ষণের শিকার হল এক রাশিয়ান নাবালিকা

আরও পড়ুন

ভারতে গোয়ায় ঘুরতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হল এক রুশ কিশোরী। এক রাশিয়ান নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ গোয়ার এক রিসর্ট কর্মীর বিরুদ্ধে। গোয়ায় এসে চরম নির্যাতন ও অসম্মানের শিকার হতে হল রাশিয়ান মেয়েটিকে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের নাম রবি লামানি। গোয়ার একটি রিসর্টে রুম পরিচারকের কাজ করে সে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পেরনাম থানার পুলিশ ইনস্পেক্টর বিক্রম নায়েক।

সূত্রের খবর, উত্তর গোয়ার আরাম্বোলের (Arambol) একটি রিসর্টে ওই মেয়েটিকে ধর্ষণ করা হয়। সেই ধর্ষকের বিরুদ্ধে রাশিয়ান নাবালিকার মা অভিযোগ দায়ের করেন। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি রবি লামানি কর্নাটকের বাসিন্দা। তাকে তার বাড়ি থেকেই পাকড়াও করে গোয়া পুলিশ। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে এক আধিকারিক সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত ৬মে। নির্যাতিতার মা জানান, ঘটনার দিন মেয়েকে রিসর্টে রেখে তিনি কাছেই আরাম্বোল বাজারে গিয়েছিলেন। সেই সময়েই তার মেয়েকে সুইমিং পুলে ধর্ষণ করা হয়েছে। তারপর ঘরে নিয়ে এসে ফের মেয়েটির উপর নির্যাতন চালানো হয়। জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তবে তারা তাকে পাকড়াও করতে সক্ষম হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রবি লামানি বিবাহিত ছিলেন।

সূত্রের খবর, তিন দিন পর অর্থাৎ ৯ মে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পের্নাম থানার পুলিশ বিক্রম সিং বলেছেন, কর্ণাটকের গাডাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৮ বছর বয়সী রবিকে। সেখানেই অভিযুক্তের আদি বাড়ি।

পুলিশ ইনস্পেক্টর বিক্রম নায়েক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, “অভিযোগকারিণী বলেছেন, তিনি কিছু জিনিস কিনতে বাজারে গিয়েছিলেন। সেই সময়ে তাঁর মেয়ে রিসর্টেই ছিল। তাকে একা পেয়েই ধর্ষণ করে রবি। অভিযোগ পাওয়ার পরেই রবিকে খুঁজতে শুরু করে গোয়ার পুলিশ। গাডাগ এলাকায় রবিকে দেখা গিয়েছে বলে জানা যায়। ২৪ ঘণ্টার মধ্যেই তাকে ধরে ফেলেছি আমরা।” পুলিশ আরও জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং শিশু আইনের (Goa Children’s Act) ৮ নম্বর ধারা এবং POCSO (Protection of Children from Sexual Offences) আইনে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অনুসারে ধর্ষণের মামলা করা হয়েছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close