শুক্রবার করণদিঘি ব্লকের লাহুতারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদে মনোনীত হলেন কাঞ্চনা সিংহ । প্রসঙ্গত, জানুয়ারি মাসের মাঝামাঝিতে উপ-প্রধান অধিকা সিংহর মৃত্যু হয় । তারপর দীর্ঘ কয়েক মাস ওই পদটি শুন্য ছিল । শুক্রবার নির্ধারিত সময়ে সরকারি আধিকারিক ও পঞ্চায়েত সদস্যরা হাজির হন । সর্ব্বসম্মতিতে উপ -প্রধান পদে মনোনীত হন কাঞ্চনা সিংহ । বর্তমানে বিরোধীশূন্য , লাহুতারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান হলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে বিজয়ী কাঞ্চনা সিংহ। এদিন লাহুতারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদে মনোনীত হওয়ার পর মুখে সবুজ আবীর মাখিয়ে উল্লাসে মেতে ওঠেন কর্মী-সর্মথকরা। পাশাপাশি সকলের মধ্যে বিতরণ করা হয় মিষ্টিও । লাহুতারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান পদে মনোনীত হওয়ার পর প্রথম তিনি দুর্গা মায়ের মন্দিরে পুজো দিয়ে নিজের দায়িত্বে গ্রহণ করেন। পরবর্তীতে বার হন এলাকা পরিদর্শনে।
উল্লেখ্য,শুক্রবার লাহুতারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদে দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপপ্রধান কাঞ্চনা সিংহ কি বললেন শুনে নেব একবার-