মোবাইলের টাওয়ার বসানোর নাম করে এক ব্যক্তির কাছ থেকে ষোলো লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযুক্ত যুবকের নাম শুভংকর মিস্ত্রি, বাড়ি উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি থানার সুখ দোয়ানি গ্রামে। পুলিশ জানায় কালিয়াচকের বাসিন্দা নজরুল ইসলামকে মোবাইল টাওয়ার বসিয়ে দেবেন বলে টোপ দেয় দক্ষিণ ২৪ পরগণার শুভঙ্কর মিস্ত্রি। এরপর কয়েক দফায় শুভঙ্কর তার কাছ থেকে মোট ষোলো লক্ষ টাকা তুলে নেয়। এরপর নজরুল এর সঙ্গে যোগাযোগ ছিন্ন করে শুভঙ্কর। দীর্ঘদিন যাবত টাওয়ার না বসায় বাধ্য হয়ে মালদার সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন নজরুল ইসলাম। পরবর্তিতে মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ ও কলকাতার সার্ভে পার্ক থানার পুলিশ যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে সার্ভে পার্ক এলাকা থেকে অভিযুক্ত যুবক শুভঙ্করকে গ্রেফতার করে। এরপর শনিবার মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ সাতদিনের পুলিশি হেফাজতের আর্জি জানিয়ে মালদা আদালতে পেশ করে। তবে অভিযুক্তের জামিন মেলেনি।